প্রাণঘাতি করোনাভাইরাসের মাঝে চ্যালেঞ্জ নিয়ে মাঠে গড়িয়েছে ক্রিকেট। ভাইরাসের মাঝে ঘরবন্দী থেকে বের হয়ে পাঁচদিনের দুর্দান্ত একটি টেস্ট ম্যাচ উপহার দিল স্বাগতিক ইংল্যান্ড ও সফররত ওয়েস্ট ইন্ডিজ।
করোনা পরবর্তী ঐতিহাসিক টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। করোনার কারণে ক্রিকেটের বদলে যাওয়া নিয়মেও পাঁচদিনে গড়িয়েছে এ ম্যাচ। একই সঙ্গে এ জয়ে তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ক্যারিবিয়ানরা।
সাউথ্যাম্পটন বুধবার (৮ জুলাই) শুরু হয় এ ঐতিহাসিক টেস্ট ম্যাচ। করোনার কারণে টানা ১১৬ দিন পর মাঠে গড়ায় ক্রিকেট। করোনার পর প্রথম দিনে বৃষ্টি উৎপাতে পুরো দিন খেলা অনুষ্ঠিত হতে পারেনি। নির্ধারিত সময়ের চেয়ে আড়াই ঘণ্টা পর টস হওয়া ম্যাচে জিতে ব্যাট করতে নামা স্বাগতিক ইংল্যান্ড মাত্র ১৭ ওভার ৪ বল খেলতে পেরেছে।
প্রথম দিন বৃষ্টির কারণে খেলতে না পারা ইংল্যান্ড দ্বিতীয় দিন (বৃহস্পতিবার) গ্যাব্রিয়েল ও হোল্ডারদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি। জেসন হোল্ডার ও শ্যান গ্যাব্রিয়েলের বোলিং তোপে প্রথম ইনিংসে ২০৪ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। উইন্ডিজের হয়ে ৪২ রানে ৬ উইকেট নেন জেসন হোল্ডার এবং ৬২ রানে ৪ উইকেট নেন গ্যাব্রিয়েল।
২০৪ রানে ইংল্যান্ডকে আটকে রেখে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভালো কিছুর ইঙ্গিত দেয় সফররত ওয়েস্ট ইন্ডিজ। ১ উইকেট হারিয়ে ৫৭ রানে দ্বিতীয় দিন শেষ করে সফরকারীরা। তৃতীয় দিন ব্যাট করতে নেমে নিজেদের অবস্থান আরও মজবুত করে ওয়েস্ট ইন্ডিজ।
১০২ ওভার ব্যাটর করে শেষ পর্যন্ত ৩১৮ রানে থেমে যায় ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস। ব্যাট হাতে ৩.১১ রেটে রান তোলেন সফরকারীরা। ফলে প্রথম ইনিংসে শেষে ইংল্যান্ডের বিপক্ষে ১১৪ রানের লিড পায় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৬৫ রান করেন ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ব্যর্থ হওয়া বেন স্টোকসের নেতৃত্বাধীয় ইংল্যান্ড টেস্ট দল দ্বিতীয় ইনিংসেও ভালো করতে পারেনি। ১১১.২ ওভার ব্যাট করে ৩১৩ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৫০ রান করেন ওপেনার ডম সিভলি।
৩১৩ রানে ইংল্যান্ডকে আটকে রাখায় ওয়েস্ট ইন্ডিজের সামনে টেস্ট জয়ে ২০০ রানের টার্গেট দাঁড়ায়। তবে ব্যাট করতে নেমে ধস নামে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে। টপ অর্ডারের ৪ ব্যাটসম্যানের কেউ ডাবল ফিগারে পৌঁছাতে পারেনি।
তবে জার্মেইন ব্ল্যাকউডের ৯৫ রানের ইনিংসের বর করে অনায়াসে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। পঞ্চমদিনে ৬৪.২ ওভার ব্যাট করে ৩.১ রান রেটে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেন ক্যারিবিয়ানরা।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড (১ম ইনিংস) : ২০৪
(বার্নস ৩০, স্টোকস ৪৩, বাটলার ৩৫, বেস ৩১*; রোচ ১৯-৬-৪১-০, গ্যাব্রিয়েল ১৫.৩-৩-৬২-৪, জোসেফ ১৩-৪-৫৩-০, হোল্ডার ২০-৬-৪২-৬)
ওয়েস্ট ইন্ডিজ (১ম ইনিংস) : ৩১৮
(ব্র্যাথওয়েট ৬৫, ব্রুকস ৩৯, চেইস ৪৭, ডওরিচ ৬১; অ্যান্ডারসন ২৫-১১-৬২-৩, আর্চার ২২-৩-৬১-০, উড ২২-২-৭৪-১, স্টোকস ১৪-৫-৪৯-৪, বেস ১৯-৫-৫১-২)।
ইংল্যান্ড (২য় ইনিংস) : ৩১৩
(বার্নস-৪২, ডম সিভলি ৫০, জো ডেনলি ২৯, জ্যাক কাওলি ৭৬, স্টোকস ৪৬, আর্চার ২৩; গ্যাব্রিয়েল ২১.২-৪-৭৫-৫, হোল্ডার ২২-৮-৪৯-১, চেইস ২৫-৬-৭১-২, জোসেফ ১৬-২-৪০-২)।
ওয়েস্ট ইন্ডিজ (২য় ইনিংস) ২০০/৬
(চেইজ ৩৭, জার্মেইন ব্ল্যাকউড ৯৫, শেন ডওরিচ ২০, হোল্ডার ১৪*; আর্চার ১৭-৩-৪৫-৩, উড ১২-০-৩৬-১, বেস ১০-২-৩১-০, স্টোকস ১০.২-১-৩৯-২)।
ফল : ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জয়ী
ম্যাচ সেরা : শ্যানন গাব্রিয়েল (ওয়েস্ট ইন্ডিজ)।