চলতি বছরের ডিসেম্বরে টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। তবে করোনা কারণে শঙ্কা তৈরি হয়েছিল ভারতের সেই সফর নিয়ে। তবে ভারতের অস্ট্রেলিয়া সফর নিশ্চিত করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের(বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। সেই সাথে কোয়ারেন্টাইনের সময়সীমা সংক্ষিপ্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্ন বাদে সকল জায়গাতেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে তা আবারও বেড়েছে।
ভারতের টিভি চ্যানেল টুডেকে রোববার (১২ জুলাই) গাঙ্গুলি বলেন, ‘হ্যাঁ, আমরা ওই সফরটি নিশ্চিত করেছি। ডিসেম্বরে আমরা সফর করবো। আমরা আশা করছি, কোয়ারেন্টাইনের সময় সীমা কমানো হবে। কারণ আমরা চাই না, খেলোয়াড়রা এতদূর গিয়ে হোটেলে দু’সপ্তাহ বসে থাকুক। এটি খুবই হতাশাজনক ও হতাশাব্যঞ্জক হবে।’
তিনি আর বলেন, ‘আমি বলেছিলাম অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ভালো অবস্থানে রয়েছে। তাই নিজেদের দৃষ্টিকোণ থেকে আমরা সেখানে যাবো এবং আশা করছি কোয়ারেন্টাইনের দিন সংখ্যা কমবে এবং আমরা ক্রিকেটে ফিরে যেতে পারবো।’
চলতি বছরের ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ২০১৮-১৯ সালের সফরে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের ২-১ ব্যবধানে জিতেছিল বিরাট কোহলির ভারত। তবে এটি খুব কঠিন সিরিজ হতে চলেছে বলে মনে করেন সৌরভ।
গাঙ্গুলি বলেন, ‘এটি খুবই কঠিন সিরিজ হতে চলেছে। দু’বছর আগে যা হয়েছে, তা হবে না। অস্ট্রেলিয়ার বর্তমান দলটি খুবই শক্তিশালী, আমাদের দলও বেশ ভালো। আমাদের ব্যাটিং আছে, আমাদের বোলিং আছে। আমাদের আরও ভালো ব্যাটিং করা দরকার। ব্যাটিংয়ে ভালো করলে বিদেশের মাটিতে সেরা দল হওয়া যায়। যখন আমরা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তানে ভালো করেছি, আমরা ৪-৫-৬শ’ রান করেছিলাম। আমি বিরাটকেও তাই বলেছি।’
৭১ বছরের ইতিহাসে গত বছর প্রথমবারের মত অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতে ভারত। কিন্তু ওই সিরিজে দলের সেরা দুই ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথকে ছাড়া খেলেছিল অস্ট্রেলিয়া। বল-বিকৃতির সাথে জড়িত থাকার কারণে সিরিজ মিস করেছিলেন দু’জনে।
কোহলির নেতৃত্বেই ভারত সিরিজ জিতেছিল ভারত। তাই কোহলির নেতৃত্বের প্রশংসা করেছেন গাঙ্গুলি। তিনি বলেন, ‘কোহলি উঁচু মানের খেলোয়াড়। সে যখন খেলে, তখন তার দলও সেরা সাফল্যই পায়। আমি টিভিতে দেখেছি, আপনি কেবল অস্ট্রেলিয়ার বিপক্ষেই ভালো খেলবেন আমি এমনটা আশা করি না। আমি আশা করি, আপনি জিতবেন। তার অধিনায়কত্বে, এটি বিশ্বকাপের চেয়েও মাইলফলক সিরিজ হয়ে উঠবে।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]