১১৪ রানের লিড নিয়ে থামলো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৭ পিএম, ১১ জুলাই ২০২০
১১৪ রানের লিড নিয়ে থামলো ওয়েস্ট ইন্ডিজ

স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ১১৪ রানের লিড নিয়ে থামলো সফররত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২০৪ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিনে ৩১৮ রানে অলআউট হয় ক্যারিবিয়ানরা।

করোনা পরবর্তী ‘ঐতিহাসিক’ ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। বুধবার (৮ জুলাই) তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকদের অধিনায়ক বেন স্টোকস।

ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানদের বোলিং তোপে ৬৭.৩ ওভারেই গুটিয়ে যায় স্বাগতিকদের প্রথম ইনিংস। ৩.০২ রেটে ইংনিসে ২০৪ রান করে তারা। যেখানে দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৪৩ রান করে অধিনায়ক বেন স্টোকস।

দ্বিতীয় ইংল্যান্ডদের অলআউট করে ব্যাট করতে নেমেই ভালো কিছুর ইঙ্গিত দেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা। ৫৭ রানে ১ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করে সফরকারীরা।

তৃতীয় দিন ব্যাট করতে নেমে নিজেদের অবস্থান আরও মজবুত করে তুলে ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত ৩১৮ রানে থেমে যায় তাদের প্রথম ইনিংস। ১০২ ওভার ব্যাট করে ৩.১১ রেটে এ রান তোলে সফরকারীরা। দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট।

সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড (১ম ইনিংস) : ২০৪ (বার্নস ৩০, স্টোকস ৪৩, বাটলার ৩৫, বেস ৩১*; রোচ ১৯-৬-৪১-০, গ্যাব্রিয়েল ১৫.৩-৩-৬২-৪, জোসেফ ১৩-৪-৫৩-০, হোল্ডার ২০-৬-৪২-৬)

ওয়েস্ট ইন্ডিজ (১ম ইনিংস) : ৩১৮ (ব্র্যাথওয়েট ৬৫, ব্রুকস ৩৯, চেইস ৪৭, ডওরিচ ৬১; অ্যান্ডারসন ২৫-১১-৬২-৩, আর্চার ২২-৩-৬১-০, উড ২২-২-৭৪-১, স্টোকস ১৪-৫-৪৯-৪, বেস ১৯-৫-৫১-২)।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

৬ উইকেটের পর হোল্ডারের লক্ষ্য সেঞ্চুরি

৬ উইকেটের পর হোল্ডারের লক্ষ্য সেঞ্চুরি

সাউথ্যাম্পটন টেস্টে জায়গা না পেয়ে হতাশ ও রাগান্বিত ব্রড

সাউথ্যাম্পটন টেস্টে জায়গা না পেয়ে হতাশ ও রাগান্বিত ব্রড

হোল্ডার-গাব্রিয়েলের বোলিং তোপে বিধ্বস্ত ইংল্যান্ড

হোল্ডার-গাব্রিয়েলের বোলিং তোপে বিধ্বস্ত ইংল্যান্ড

ইংল্যান্ডের ওয়ানডে অনুশীলন দল ঘোষণা, দলে মঈন-বেয়ারস্টো

ইংল্যান্ডের ওয়ানডে অনুশীলন দল ঘোষণা, দলে মঈন-বেয়ারস্টো