৬ উইকেটের পর হোল্ডারের লক্ষ্য সেঞ্চুরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০০ এএম, ১১ জুলাই ২০২০
৬ উইকেটের পর হোল্ডারের লক্ষ্য সেঞ্চুরি

তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দুইদিনে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে রীতিমত দাপট দেখিয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। বিশেষ করে বলতে গেলে ক্যারিবিয়ান টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার। স্বাগতিকদের একাই ধসিয়ে দিয়েছেন তিনি। ২০ ওভারে ৬ মেডেনসহ মাত্র ৪২ রানে নিয়েছেন ৬ উইকেট। যা কি-না তার ক্যারিয়ার সেরা বোলিং।

ইংল্যান্ড শিবিরে আঘাত হানার শুরুর গল্পটা শ্যানন গ্যাব্রিয়েলের। শুরুর তিন উইকেটই নিজের ঝুলিতে নিয়েছেন এই ক্যারিবিয়ান পেসার। তারপরের গল্পটা কেবল জেসন হোল্ডারের, একজন বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডারের। গ্যাব্রিয়েল যেখান থেকে শেষ করেছিলেন ঠিক সেখান থেকে শুরু করেন হোল্ডার। একে একে নিজের সংগ্রহে নিয়েছেন ৬ খানা উইকেট।

৬ উইকেটের মাঝে ছিল ইংল্যান্ডের প্রথম ইনিংসের সর্বোচ্চ দুই রান সংগ্রাহক অধিনায়ক বেন স্টোকস ও জস বাটলারের উইকেট। এছাড়া সাজঘরে ফিরিয়েছেন ওলি পোপ, জোফরা আর্চার, মার্ক উড ও জিও ক্রিওলিকে।

বল হাতে ক্যারিয়ার সেরা বোলিং করে ইংল্যান্ডকে ধসিয়ে দেওয়ার পর এবার ব্যাট হাতে কিছু করার স্বপ্ন বুনছেন হোল্ডার। ম্যাচ শেষে ব্রিটিশ গণমাধ্যমে তিনি বলেন, ‘আমি এখন পর্যন্ত ভালো করেছি। তবে এই টেস্টে আমার কাজ এখনও বাকি। ব্যাট হাতে বড় অবদান রাখতে হবে আমাকে।’

তিনি মনে করেন বল হাতে ৬ উইকেট নিয়ে কেবল অর্ধেক কাজ করেছেন তিনি। এবার ব্যাট হাতে সেঞ্চুরি করতে চান এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। তিনি বলেন, ‘সবসময়ই আমার মাঝে যেসব তাড়না থাকে তার মাঝে একটি হলো ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করা ও পাঁচ উইকেট নেওয়া। আমি কেবল একটি বাক্সে টিক দিয়েছি। এখন সময় কাজে লেগে যাওয়ার ও সেঞ্চুরি করার।’

এদিকে দ্বিতীয় দিন শেষে ১৪৭ রানে পিছিয়ে আছে ক্যারিবিয়ানরা। ইংল্যান্ডের করা ২০৪ রানের বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ১ উইকেটে ৫৭ রান। ২৮ রান করে সাজঘরে ফিরেন ক্যাম্পবেল আর ২০ করে ব্রার্থওয়েট ও ৩ করে অপরাজিত আছেন শাই হোপ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

স্থায়ীভাবে অধিনায়কের দায়িত্বে ডিভাইন

স্থায়ীভাবে অধিনায়কের দায়িত্বে ডিভাইন

পাকিস্তানের জার্সিতে আফ্রিদি ফাউন্ডেশনের লোগো

পাকিস্তানের জার্সিতে আফ্রিদি ফাউন্ডেশনের লোগো

ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর পরিকল্পনায় বিসিবি

ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর পরিকল্পনায় বিসিবি

ব্রাভো-হেটমায়ারদের সিদ্ধান্তে হতাশ লারা

ব্রাভো-হেটমায়ারদের সিদ্ধান্তে হতাশ লারা