প্রাণঘাতি করোনাভাইরাসের মাঝেই তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ইংল্যান্ডে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। বুধবার থেকে সাউথ্যাম্পটনের শুরু হয়েছে সিরিজের প্রথম টেস্ট। ইংল্যান্ড সফরে স্বদেশী তিন খেলোয়াড় ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার ও কিমো পল না যাওয়ায় হতাশ প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা।
ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের সাথে এক অনলাইন আড্ডায় আলাপকালে ব্রাভো-হেটমায়ার-পলদের ইংল্যান্ডে না যাওয়ায় আপেক্ষ ঝড়ে লারার কন্ঠে। তিনি জানিয়েছেন, তাদের সিদ্ধান্তে তিনি অবাক।
লারা বলেন, ‘আমি ব্রাভো-হেটমায়ার-পলদের সিদ্ধান্তে অবাক হয়েছি। এই তিন ক্রিকেটার মনে করেছে, ইংল্যান্ডে গিয়ে ক্রিকেট খেলাটা ঝুঁকিপূর্ণ। কিন্তু আমার মতে, এটি সঠিক সিদ্ধান্ত হয়নি। তাদের ইংল্যান্ড সফরে যাওয়া উচিত ছিল।’
নিজের জীবনে এমন পরিস্থিতিতে সুযোগ আসলে ইংল্যান্ড সফরে যেতেন উল্লেখ করেন লারা। এই কঠিন পরিস্থিতিতে সফর করাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন লারা। তিনি জানান, ‘আমার যদি এমন সুযোগ আসতো, তাহলে আমি এই সুযোগটা কাজে লাগাতাম। বিশেষ করে, ইংল্যান্ড যেভাবে সব কিছুর নিরাপত্তা দিচ্ছে। জৈব সুরক্ষিত পরিবেশ, খেলোয়াড়দের সকল সুরক্ষা দিয়ে যেভাবে সিরিজ আয়োজন করছে। এই পরিস্থিতিতে সফর করাটা, ক্রিকেট খেলাটা চ্যালেঞ্জের।
দেশের হয়ে যেকোন পরিস্থিতিতে খেলতে সব সময় মুখিয়ে ছিলেন লারা। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলাটা স্বপ্নের মতো। যেই স্বপ্ন সকল ক্রিকেটারই সারাজীবন দেখে থাকে। যত কঠিন পরিস্থিতি হোক না কেন, দেশের হয়ে প্রতিনিধত্ব করা ব্রাভো-হেটমায়ার-পলের উচিত ছিল।’
ব্রাভো-হেটমায়ার-পল ইংল্যান্ড সফরে গেলে দলের শক্তি আরও বাড়তো বলে মনে করেন লারা। তিনি বলেন, ‘ইংল্যান্ড সফরে ভালো একটি দল গেছে। তবে সাফল্যের ব্যাপারে আমি নিশ্চিত নই। কিন্তু ব্রাভো-হেটমায়ার-পলরা সফরে গেলে ওয়েস্ট ইন্ডিজের শক্তি আরও বাড়তো। ওয়েস্ট ইন্ডিজের সিরিজে ভালো করার বড় সুযোগ তৈরি হতো।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]