‌‘ঐতিহাসিক’ টেস্টে ইংল্যান্ডের টস জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৪ এএম, ০৯ জুলাই ২০২০
‌‘ঐতিহাসিক’ টেস্টে ইংল্যান্ডের টস জয়

ছবি : ইসিবি

প্রাণঘাতি করোনাভাইরাসের মাঝেই অবশেষে শুরু হলো আন্তর্জাতিক ক্রিকেট। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ ভাইরাসের কারণে টানা ১১৬ দিন বন্ধ ছিল সকল ধরনের আন্তর্জাতিক ক্রিকেট। করোনার পর বৃষ্টিও বাধা সৃষ্টি করেছে প্রাণঘাতি এ ভাইরাস পরবর্তী ‘ঐতিহাসিক’ টেস্টে।

তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতেছে স্বাগতিক ইংল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। অধিনায়ক জো রুটের ছুটিতে থাকায় এ ম্যাচ দিয়ে অধিনায়ক ক্যারিয়ারের যাত্রা শুরু করলেন স্টোকস।

এদিকে বুধবার (৮ জুলাই) স্থানীয় সময় বেলা ১১টা (বাংলাদেশ সময় বিকেল ৪টা) এই টেস্ট ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে আড়াই ঘণ্টা পর দুপুর দেড়টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টা) টস অনুষ্ঠিত হয়। অর্থাৎ করোনার কারণে ১১৬ দিন পর বৃষ্টিও আড়াই ঘণ্টা অপেক্ষা করিয়েছে।

বৃষ্টির কারণে আড়াই ঘণ্টা পর শুরু হওয়ায় দিনের খেলায় ২০ ওভার কমিয়ে আনা হয়েছে। অর্থাৎ প্রথম দিনে মোট ৭০ ওভার খেলা অনুষ্ঠিত হবে।

করোনা চ্যালেঞ্জের মাঝে সম্পূর্ণ জীবাণুমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে তিন ম্যাচের এ টেস্ট সিরিজ।ক্যারিবীয় টেস্ট দল যুক্তরাজ্যে পৌঁছানোর পর থেকেই থাকতে হয়েছে কোয়ারেন্টিনে। এছাড়া বেশ কিছু নতুন নিয়মও যুক্ত হয়েছে ক্রিকেটে।

ক্রিকেট বলের উজ্জ্বলতা বাড়াতে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা, ভুলেও বলে তিনবার লালা বা থুথু ব্যবহার করলে প্রতিপক্ষে স্কোরে যোগ হবে পাঁচ রান। এছাড়া উইকেট উদযাপনেও সতীর্থদের সঙ্গে মেলানো যাবে না হাত।

ইংল্যান্ড একাদশ
বেন স্টোকস (অধিনায়ক), ররি বার্নস, ডম সিভলি, জো ডেনলি, জ্যাক কাওলি, অলি পপ, জস বাটলার, ডম বেস, জোফরা আর্চার, মার্ক উড ও জিমি এন্ডারসন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
জেসন হোল্ডার (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, আলজারি জোসেফ, ক্রেইগ ব্র্যাথওয়েট, শামারা ব্রুকস, জন ক্যাম্পবেল, রোস্টন চেইজ, কেমার রোচ, শেন ডওরিচ (উইকেটকিপার), শ্যানন গাব্রিয়েল ও শেই হোপ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সেরার মর্যাদা না পাওয়ায় হোল্ডারের আক্ষেপ

সেরার মর্যাদা না পাওয়ায় হোল্ডারের আক্ষেপ

ক্রিকেট ফেরা নিয়ে আইসিসির শুভেচ্ছা বার্তা

ক্রিকেট ফেরা নিয়ে আইসিসির শুভেচ্ছা বার্তা

বদলে যাওয়া নিয়মগুলো স্টোকস-হোল্ডারদের নতুন চ্যালেঞ্জ

বদলে যাওয়া নিয়মগুলো স্টোকস-হোল্ডারদের নতুন চ্যালেঞ্জ

পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ