পাঁচদিন লড়াই করতে পারবে না ওয়েস্ট ইন্ডিজ : লারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০১ এএম, ০৮ জুলাই ২০২০
পাঁচদিন লড়াই করতে পারবে না ওয়েস্ট ইন্ডিজ : লারা

করোনার মাঝেই বুধবার থেকে জীবাণুমক্ত ও দর্শকশূন্য স্টেডিয়ামে শুরু হচ্ছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টেস্ট সিরিজ। দীর্ঘ ১১৬ দিন পর মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। তাই সিরিজটি নিয়ে ক্রিকেট বিশ্লেষক, সাবেক-বর্তমান ক্রিকেটার, ক্রিকেটপ্রেমিীদের মাঝে আগ্রহের কমতি নেই। করোনার এমন অবস্থায় মাঠে ফিরছে ক্রিকেট, তাই সুরক্ষা কেমন হবে তা আলোচনা চলছে সর্বত্রই।

তারপরও প্রথম টেস্টে কে জিতবে বা কার কোন পরিকল্পনা অনুযায়ী খেলা উচিত, তা নিয়েও চলছে আলোচনা। প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ কেমন করতে পারে, তা নিয়ে মুখ খুলেছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সাফল্যের সম্ভাবনা দেখছেন না তিনি। তিনি মনে করেন, ওয়েস্ট ইন্ডিজ পাঁচদিন লড়াই করতে পারবে না।

লারা বলেন, ‘আমি মনে করি না, ওয়েস্ট ইন্ডিজ পাঁচদিন লড়াই করতে পারবে। তাই চারদিনের ম্যাচ ভেবেই নিতে পারে হোল্ডারের দল। জয়ের লক্ষ্য থাকলে চারদিনের মধ্যে সেড়ে ফেলতে হবে। পাঁচদিনের কথা ভাবলে, সমস্যা পড়বে তারা।’

তবে ওয়েস্ট ইন্ডিজের সাফল্য পেতে হলে, কি করতে হবে সেই ফর্মুলাও দিয়ে দিয়েছেন লারা। তিনি বলেন, ‘ম্যাচ জয়ের সুযোগ থাকছে ওয়েস্ট ইন্ডিজের। ইংল্যান্ডের চেয়েও ভালো করতে হবে। টেস্টের শুরু থেকেই ইংল্যান্ডকে আক্রমণ করতে হবে। ইংল্যান্ডের ওপর প্রভাব বিস্তার করতে হবে। ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে তাদের এগিয়ে যেতে হবে এবং লড়াই করতে হবে।’

ঘরে মাঠে ইংল্যান্ড অপ্রতিরোধ্য ও শক্তিশালী এক দল বলে জানান লারা। তিনি বলেন, ‘ঘরের মাঠে ইংল্যান্ডকে সহজে হারানো যাবে না। তাদের চাইতে ভালো খেলতে হবে। ইংল্যান্ড নিজেদের মাটিতে অপ্রতিরোধ্য এক দল।’

দর্শকদের ছাড়া এই সিরিজ হতাশা করছে লারাকেও। তিনি জানান, ‘পুরো বিশ্বই এখন করোনায় আক্রান্ত। আমাদের বাধ্য হয়েই, অনেক নিয়ম বদলে খেলতে হবে। অনেক বেশি সর্তক থাকতে হবে। দর্শক ছাড়া সিরিজ অন্যদের মত আমারও কাম্য ছিল না।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

চার মাস পর মাঠের অনুশীলনে মুশফিক

চার মাস পর মাঠের অনুশীলনে মুশফিক

কোহলিদের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন দ্রাবিড়

কোহলিদের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন দ্রাবিড়

ইংল্যান্ড সফরে যাচ্ছে আয়ারল্যান্ড

ইংল্যান্ড সফরে যাচ্ছে আয়ারল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্যেও তাহলে একই অবস্থা?

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্যেও তাহলে একই অবস্থা?