ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতোমধ্যে দেশটিতে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। প্রথম ধাপে ইংল্যান্ডে যাওয়া বাবর-আজহারদের সাথে এবার যোগ দিচ্ছেন করোনা নেগেটিভ হওয়া হাফিজ-রিয়াজসহ মোট ৬ ক্রিকেটার।
করোনা পরবর্তী প্রথমবারের মতো খেলতে ২০ সদস্যের স্কোয়াড নিয়ে ইংল্যান্ড পৌঁছেছে পাকিস্তান। শুরুতে ২৯ সদস্যের দল ঘোষণা করা হলেও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় নতুন একজন যোগ করে মোট ২০ জনকে নিয়ে সফরে গেছে পাকিস্তান।
ব্যক্তিগত পরীক্ষায় হাফিজের করোনা নেগেটিভ আসায় আক্রান্ত ১০ জনকে আবারও পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখানে ২৬ জুন (বৃহস্পতিবার) ৬ জনের ফলাফল নেগেটিভ আসে। দ্বিতীয় ধাপে সোমবার (২৯ জুন) পরীক্ষা করা হলে ওই ৬ জনের আবারও করোনা নেগেটিভ আসে।
দ্বিতীয়ধাপে ফলাফল নেগেটিভ আসায় ইংল্যান্ডে পাকিস্তান দলের সাথে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছে অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ, পেসার ওয়াহাব রিয়াজ, স্পিনার শাদাব খান, মোহাম্মদ হাসনাইন, ফখর জামান ও উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। পিসিবি এখন কেবল তাদের ভ্রমণের ব্যবস্থা করবে।
মঙ্গলবার (৩০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এদিকে ইংল্যান্ডে পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে আছেন আজহার-বাবররা। কোয়ারেন্টাইন শেষে সেখানে আবারও করোনা পরীক্ষা দিয়ে ডার্বিশায়ারের দ্য ইনকোরা কাউন্টি গ্রাউন্ডে নিজেদের প্রস্তুতি সারবে সফরকারীরা। এছাড়া মূল প্রতিযোগিতার আগে নিজেদের মধ্যে ৪ দিনের দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা।
নতুন ৬ জন হলেন
মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, শাদাব খান, মোহাম্মদ হাসনাইন, ফখর জামান ও মোহাম্মদ রিজওয়ান।
পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের সূচি
টেস্ট সিরিজ
প্রথম টেস্ট : ৫-৯ আগস্ট, ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড
দ্বিতীয় টেস্ট : ১৩-১৭ আগস্ট, সাউদাম্পটনের এজ বোল
তৃতীয় টেস্ট : ২১-২৫ আগস্ট, সাউদাম্পটনের এজ বোল।
টি-টোয়েন্টি সিরিজ
প্রথম টি-টোয়েন্টি : ২৯ আগস্ট, সাউদাম্পটনের এজ বোল
দ্বিতীয় টি-টোয়েন্টি : ৩১ আগস্ট, সাউদাম্পটনের এজ বোল
তৃতীয় টি-টোয়েন্টি : ২ সেপ্টেম্বর, সাউদাম্পটনের এজ বোল।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]