দর্শকশূন্য মাঠে খেলতে মনোবিদের দ্বারস্থ ব্রড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১০ এএম, ৩০ জুন ২০২০
দর্শকশূন্য মাঠে খেলতে মনোবিদের দ্বারস্থ ব্রড

করোনার কারণে দীর্ঘদিন ক্রিকেট বন্ধ থাকার পর ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। মাঠে ক্রিকেট ফিরলেও সহসায় মাঠে ফেরা হচ্ছে না দর্শকদের। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

ইংল্যান্ডের পেস বিভাগের অন্যতম কান্ডারী স্টুয়ার্ট ব্রড। টেস্ট ইতিহাসের চতুর্থ সফলতম পেসার (৪৮৫ উইকেট) ব্রড জানিয়েছেন, দর্শকশূন্য মাঠের চ্যালেঞ্জের জন্য তিনি আলাদা করে প্রস্তুতি নিচ্ছেন। কাজ করছেন দলের মনোবিদ ডেভিড ইয়ংয়ের সাথে।

ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে তিনি বলেন, ‘আমাকে অ্যাশেজের কোনো ম্যাচ খেলতে বলুন আর কোনো প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ, আমি জানি কোন ম্যাচে বেশি ভালো পারফর্ম করব। তাই টেস্ট ম্যাচের জন্য যে মানসিকতা থাকা উচিত, তা নিশ্চিত করতে হবে আমাকে এবং জুনের শুরুতে থেকেই এটি নিয়ে কাজ করছি।”

৮ জুলাই (বুধবার) থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজ শুরু হলেও তার আগে নিজেদের ঝালিয়ে নিতে নিজেদের মধ্যে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংলিশরা। প্রস্তুতি ম্যাচে স্কিলের ঝালাই নিয়ে যতটা ভাবছেন তিনি, তার থেকেও বেশি ভাবছেন মানসিক প্রস্তুতির ব্যাপারে।

তিনি বলেন, ‘এমন একটি মানসিকতা আমার গড়ে তুলতে হবে, যেন মনে না হয় যে ‘কিছুই হচ্ছে না এখানে, কাউকে দেখতে পাচ্ছি না।’ আমার মস্তিষ্ককে টেস্ট ম্যাচের আবহে নিয়ে আসতে হবে। এটা বলছি না যে এখনই তা পুরোপুরি হয়ে গেছে, এখনও অনুশীলনে এটা নিয়ে কাজ করছি। তবে অনুশীলনের সময় তো এমনিতেও দর্শক থাকে না, এভাবেই সবসময় অনুশীলন করে আসছি।’

তিনি আরও বলেন, ‘মূলত ম্যাচের সময়ই অদ্ভূত লাগতে পারে দর্শক ছাড়া। এজন্য তিন দিনের প্রস্তুতি ম্যাচে নিজেদের মন ও শরীরকে ম্যাচের মতো করে তৈরি করতে হবে, যেন ৮ জুলাই মাঠে নামার পর অস্বস্তি না থাকে।’

দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার নির্ভেজাল আনন্দটা খুঁজে পেতে মায়ের কাছ থেকে দারুণ এক পরামর্শ পেয়েছেন ব্রড। তিনি বলেন, ‘এখানে আসার আগে মা আমাকে বলেছেন, ‘১২ বছর বয়সে ফিরে যাও, যখন যে কোনো জায়গায় ক্রিকেট খেলতে চাইতে।’

তিনি আরও যোগ করেন, ‘সেই মানসিকতা ফিরে পাওয়ার চেষ্টা করছি। অবশ্যই আমরা এখন ইংল্যান্ডের হয়ে টেস্ট ম্যাচ খেলছি। কিন্তু ১২ বছর বয়সে যে ব্যাপারটি ছিল, যে কোনো মূল্যে শুধু খেলতে চাইতাম। ছুটির দিন সকালে জানালার পর্দাটা সরিয়ে যদি দেখতাম বাইরে বৃষ্টি হচ্ছে, মনটাই খারাপ হয়ে যেত। ক্রিকেটের সেই রোমাঞ্চ ও আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করছি। এভাবে ভাবলে ভেতরে প্রাণশক্তি অনুভব করা যায়।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ড সফরকে ‘ঐতিহাসিক’ বলছে পাকিস্তান

ইংল্যান্ড সফরকে ‘ঐতিহাসিক’ বলছে পাকিস্তান

সুপার ওভার নিয়ে টেইলরের ভিন্নমত

সুপার ওভার নিয়ে টেইলরের ভিন্নমত

ইংল্যান্ডের মাঠে টেস্ট সিরিজ জিততে চান আজহার

ইংল্যান্ডের মাঠে টেস্ট সিরিজ জিততে চান আজহার

বিশ্বকাপ নিয়ে অপেক্ষা বাড়ালো আইসিসি

বিশ্বকাপ নিয়ে অপেক্ষা বাড়ালো আইসিসি