টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ১৭ বছর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৪ এএম, ১১ নভেম্বর ২০১৭
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ১৭ বছর

২০০০ সাল, আজ থেকে ঠিক ১৭ বছর আগে ১০ নভেম্বর ক্রিকেটের সবচেয়ে বড় পরিসর টেস্ট ক্রিকেটের পা রাখে বাংলাদেশ। দেখতে দেখতে পূর্ণ যৌবনে পা রাখলো বাংলাদেশের টেস্ট ক্রিকেট।

হাঁটি হাঁটি পা পা করে টেস্ট ক্রিকেটে ১৭ বছর পার করলে টাইগারদের টেস্ট পারফরমেন্স বিশ্লেষণ করা খুবই কঠিন। যেমন ভালো বলা যাবে না, তেমনি খারাপ শব্দটিও ব্যবহার করা কঠিন।

টেস্ট ইতিহাসের শুরুটা যাদের দিয়ে তারা সবাই বিদায় নিয়েছেন ক্রিকেট থেকে। তবে তাদের শুরুর ওপর দাঁড়িয়েই এগিয়ে চলেছে বাংলাদেশের ক্রিকেট। বাংলাদেশের টেস্ট ক্রিকেট উপভোগের বিষয়টি ছিল আশা এবং ব্যর্থতার সংমিশ্রণে ভরপুর।

২০০০ সালের ১০ নভেম্বর থেকে ২০১৭ সালের ১০ নভেম্বর -এ ১৭ বছরে বাংলাদেশ টেস্ট খেলেছে ১০৪টি। ১৮ বছরে পা রাখলো টাইগাররা। ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ সমীহ জাগানো অবস্থানে যেতে পারলেও টেস্টে এখনও তা পুরোপুরি সম্ভব হয়নি। তবে সাদা পোশাকে বারবার বিশ্বকে জানান দিয়েছে নিজেদের ক্ষমতার। জিতেছে নিজেদের শততম টেস্ট।

নিজেদের প্রথম টেস্টে ২০০০ সালের ১০ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটকে চমকে দিয়ে অভিষেক ইনিংসেই করেছিল ৪০০ রান। টেস্ট অভিষেকে দলীয় সর্বোচ্চ রানের স্কোরটা জিম্বাবুয়ের (৪৫৬) রান। দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহটাই এখন পর্যন্ত বাংলাদেশের (৪০০) দখলে।

বাংলাদেশের পক্ষে আমিনুল ইসলাম বুলবুল করেছিলেন ১৪৫ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে সেই সাফল্য ধরে রাখা যায়নি। ফলে মাত্র ৯১ রানেই গুটিয়ে গিয়েছিল টেস্ট ক্রিকেটের আঁতুর ঘরে থাকা দলটি। সৌরভ গাঙ্গুলির সঙ্গে সেই প্রথম টেস্টে টস করতে নেমেছিলেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়।

টেস্টে বাংলাদেশের প্রথম দল
শাহরিয়ার হোসেন, মেহরাব হোসেন, হাবিবুল বাশার, আমিনুল ইসলাম, আকরাম খান, নাঈমুর রহমান (অধিনায়ক), আল-শাহরিয়ার, খালেদ মাসুদ (উইকেটরক্ষক), মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন, বিকাশ রঞ্জন দাশ।

প্রথম জয় : ২০০৫ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ২২৬ রানে
সবচেয়ে বড় জয়: (রানের ব্যবধানে): ২২৬ রান, প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ২০০৫ সাল চট্টগ্রামে
সবচেয়ে বড় জয়: (উইকেটের ব্যবধানে): ৪ উইকেটে, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ২০০৯ সাল, গ্রানাডা

সবচেয়ে বেশি টেস্ট: ৬১টি মোহাম্মদ আশরাফুল
সবচেয়ে বেশি রান: ৩৮৮৬, তামিম ইকবাল
সবচেয়ে বেশি সেঞ্চুরি: ৮টি, তামিম ইকবাল

প্রথম সেঞ্চুরি: আমিনুল ইসলাম বুলবুল, ১৪৫ রান, ভারতের বিপক্ষে ২০০০ সালে ঢাকায় অভিষেক টেস্টে
ব্যক্তিগত সর্বোচ্চ রান: ২১৭ সাকিব আল হাসান, প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ভেন্যু ওয়েলিংটন ২০১৭
সবচেয়ে বেশি উইকেট: ১৮৮ সাকিব আল হাসান

ব্যক্তিগত সেরা বোলিং (ইনিংস): ৮/৩৯ তাইজুল ইসলাম প্রতিপক্ষ জিম্বাবুয়ে, মিরপুর ২০১৪ সাল
ব্যক্তিগত সেরা বোলিং (ম্যাচ): ১২/১৫৯ মেহেদী হাসান মিরাজ, প্রতিপক্ষ ইংল্যান্ড মিরপুর ২০১৬ সাল
সবচেয়ে বেশি ক্যাচ: ৩৩টি মাহমুদউল্লাহ
সবচেয়ে বেশি ডিসমিসাল: ১০৬টি (৯৩ ক্যাচ, ১৩ স্ট্যাম্পিং), মুশফিকুর রহিম

দলগত সর্বোচ্চ ইনিংস: ৬৩৮, প্রতিপক্ষ শ্রীলঙ্কা, গল, ২০১৩ সাল
দলগত সর্বনিম্ন রান: ৬২, প্রতিপক্ষ শ্রীলঙ্কা, পি সারা ওভাল (কলম্বো) ২০০৯ সাল

বিশ্ব রেকর্ড: সবচেয়ে কম বয়সে টেস্ট ক্রিকেটে অভিষেকেই ২০০১ সালে কলম্বোর এসএসসিতে মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরি (১১৪ রান)

উল্লেখ্য, বাংলাদেশের ক্রিকেটে জাগরণের সূচনাটা ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের মাধ্যমে। আইসিসি ট্রফি জিতেই ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলতে যায় বাংলাদেশ।



শেয়ার করুন :


আরও পড়ুন

হাথুরের পদত্যাগ : নিশ্চিত করলেন পাপন

হাথুরের পদত্যাগ : নিশ্চিত করলেন পাপন

শীর্ষে সিলেট, জয়হীন রাজশাহী

শীর্ষে সিলেট, জয়হীন রাজশাহী

অভিযোগ নিয়ে ক্ষোভ জাড়লেন মেসি

অভিযোগ নিয়ে ক্ষোভ জাড়লেন মেসি

বিপিএল সম্প্রচার করবে পাকিস্তান

বিপিএল সম্প্রচার করবে পাকিস্তান