শচীনের বিদায়ী টেস্টে আবেগাপ্লুত হয়েছিলেন ক্যারিবীয় দুই ক্রিকেটার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৯ এএম, ২১ জুন ২০২০
শচীনের বিদায়ী টেস্টে আবেগাপ্লুত হয়েছিলেন ক্যারিবীয় দুই ক্রিকেটার

শচীন রমেশ টেন্ডুলকার, বিশ্বক্রিকেট আকাশের এক উজ্জ্বল নক্ষত্র। শচীনের বিদায়ী টেস্ট ম্যাচে শুধু ভারতীয় ক্রিকেটপ্রেমীরাই আবেগী হয়ে পড়ে ছিল না, আবেগ ছেঁয়ে গিয়েছিল প্রতিপক্ষ শিবিরেও। এমনই এক ঘটনা জানালেন সেই টেস্টের স্কোয়াডে থাকা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার কার্ক এডওয়ার্ডস।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নেমেছিলেন শচীন। যা ছিল প্রথম ক্রিকেটার হিসেবে তার ২০০তম টেস্ট। ২০১৩ সালের ১৪ নভেম্বর শুরু হয়ে টেস্ট শেষ হয়েছিল তিন দিনে। শেষ টেস্ট ইনিংসে শচীনের ব্যাটে এসেছিল ৭৪ রান। তিনি যখন ব্যাট করতে এসেছিলেন তখন ক্যারিবিয়ান ক্রিকেটাররা ‘গার্ড অফ অনার’ দিয়েছিলেন।

ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কার্ক এডওয়ার্ডস অবশ্য সেই টেস্টে খেলেননি। তবে শচীনকে শেষবার মাঠে দেখে চোখের জল চেপে রাখতে কষ্ট হয়েছিল তার। শুধু তিনিই নন আবেগাপ্লুত হয়েছিলেন ক্রিস গেইলও।

এডওয়ার্ডস বলেন, ‘শচীনের ২০০তম টেস্টে আমি ওখানেই ছিলাম। আমার কাছে ব্যাপারটা অত্যন্ত আবেগের হয়ে উঠেছিল। আমি দাঁড়িয়ে ছিলাম ক্রিস গেলের পাশে। দু’জনেই ফুঁপিয়ে উঠেছিলাম। দু’জনেই চেষ্টা করছিলাম যাতে চোখের জল বাইরে না আসে। ওটা ছিল অত্যন্ত স্পর্শকাতর এক মুহূর্ত। জানতাম যে শচীনকে আর কখনও দেখা যাবে না খেলতে।’

১৯৮৯ সালের ১৫ নভেম্বর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল শচীনের। লম্বা ক্যারিয়ারে ২০০ টেস্ট, ৪৬৩ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছিলেন মুম্বাইকর। টেস্ট ও এক দিনের ক্রিকেট তার রান যথাক্রমে ১৫৯২১ ও ১৮৪২৬। দুই ফরম্যাট মিলিয়ে ১০০ সেঞ্চুরি রয়েছে তার।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

গাঙ্গুলির পরিবারের তিনজন করোনায় আক্রান্ত

গাঙ্গুলির পরিবারের তিনজন করোনায় আক্রান্ত

ভারত-চীনের উত্তেজনা, আইপিএলের স্পন্সরশীপ নিয়ে পর্যালোচনা

ভারত-চীনের উত্তেজনা, আইপিএলের স্পন্সরশীপ নিয়ে পর্যালোচনা

বিশ্বকাপ নিয়ে দ্রুত সিদ্ধান্ত চায় বিসিসিআই

বিশ্বকাপ নিয়ে দ্রুত সিদ্ধান্ত চায় বিসিসিআই

ভারতের কাছে বিশ্বকাপ বিক্রি করেছিল শ্রীলঙ্কা!

ভারতের কাছে বিশ্বকাপ বিক্রি করেছিল শ্রীলঙ্কা!