মঈনকে দলে পেয়ে উচ্ছ্বসিত প্রধান নির্বাচক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৯ এএম, ২০ জুন ২০২০
মঈনকে দলে পেয়ে উচ্ছ্বসিত প্রধান নির্বাচক

জুলাই মাস থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে অনুশীলন ক্যাম্পের জন্য সম্প্রতি ৩০ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যেখানে দীর্ঘদিন পর দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মঈন আলী। মঈনকে আবারও দলে নিতে পেরে খুশি ইংল্যান্ডের প্রধান নির্বাচক এড স্মিথ।

গত বছর অ্যাশেজ সিরিজের পর দল থেকে বাদ পড়েন মঈন। এমনকি ক্রিকেট থেকে ‘বিরতি’ নেওয়ায় দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সফরের দলেও ছিলেন না তিনি। পরে মঈন বলেন, যেহেতু সাদা বলের ক্রিকেটে মনোনিবেশ করেছিলেন এজন্য ইংল্যান্ডের হারের জন্য তাকে বলির পাঠা বানানো হয়েছে।

কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য চূড়ান্ত দলে সুযোগ পেতে অন্য দুই স্পিনার ডম বেস ও জ্যাক লিচের সাথে লড়াই করতে হবে মঈনকে। ৮ জুলাই থেকে শুরু হ্যাম্পশায়ারের এজাস বোলে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। পুরো সিরিজটিই হবে রুদ্ধদার স্টেডিয়ামে।

দলে অন্য দুই স্পিনার বেস ও লিচের চেয়ে অনেক অভিজ্ঞ মঈন। ৬০ টেস্টে ১৮১টি উইকেট শিকার করেছেন তিনি। গত বছর ওয়েস্ট ইন্ডিজের কাছে ২-১ ব্যবধানে হেরে যাওয়া সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি।

ভিডিও কনফারেন্সে নির্বাচক স্মিথ বলেন, ‘গত শীতে ও সম্প্রতি বেশ কয়েকবার আলোচনায় মঈন জানিয়েছিলেন তিন ফরম্যাটের ক্রিকেটে খেলতে আগ্রহী এবং দলে ফিরতে প্রস্তুত।’

ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান জানান, একজন নির্বাচক হিসেবে সর্বদা সেরা ও প্রতিভাবান খেলোয়াড় বেছে নিতে চান এবং মঈনকে আবারও ফিরে পাওয়ায় তিনি খুশি।

তিনি বলেন, ‘আপনি যদি প্রতিভাবানদের দলে নিতে পারেন তবে এটি সুসংবাদই বটে এবং নির্বাচক হিসেবে আমি সব সময়ই এটা মনে করি। আদিল রশিদ দলে ফিরেছেন বা মঈন বলছেন, তিনি আবারও টেস্ট খেলার প্রস্তুত। ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য মঈন এবং তিন ফরম্যাটেই সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

গত মার্চে করোনাভাইরাসের কারণে বিশ্ব ক্রিকেট বন্ধ হওয়ার পর সেটিই হবে ইংলিদের গ্রীষ্মে মৌসুমের প্রথম খেলা।
স্মিথ বলেন, ‘ইংল্যান্ডের অনুশীলন গ্রুপের সাথে যোগদান করার ভালো সুুযোগ পাচ্ছে এই গ্রুপের খেলোয়াড়রা এবং দেশের সেরা ও টেস্ট দলে প্রতিষ্ঠিত খেলোয়াড়দের সাথে একসাথে মিলিত হওয়ারও সুযোগ থাকছে। সেরা ব্যাটসম্যানের বিপক্ষে বল করবে তরুণ বোলার এবং তরুণ ব্যাটসম্যান খেলবে সেরা বোালারকে। তাদের জন্য এটি দারুণ এক সুযোগ।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্টে উইকেটরক্ষক হিসেবে খেলতে চান বেয়ারস্টো

টেস্টে উইকেটরক্ষক হিসেবে খেলতে চান বেয়ারস্টো

ইংল্যান্ডের নারী দলও অনুশীলনে ফিরছে

ইংল্যান্ডের নারী দলও অনুশীলনে ফিরছে

অভিষেকের ৫০ বছর পর টেস্ট ক্যাপ পেলেন জোন্স

অভিষেকের ৫০ বছর পর টেস্ট ক্যাপ পেলেন জোন্স

ইংল্যান্ডের অনুশীল ক্যাম্পে ৩০ ক্রিকেটার, ফিরলেন মঈন আলী

ইংল্যান্ডের অনুশীল ক্যাম্পে ৩০ ক্রিকেটার, ফিরলেন মঈন আলী