ইংল্যান্ড সফরে নিজেকে ফিরে পেতে চান শাই হোপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৮ এএম, ১৮ জুন ২০২০
ইংল্যান্ড সফরে নিজেকে ফিরে পেতে চান শাই হোপ

টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত দু’টি সেঞ্চুরি করেছেন ওয়েস্ট ইন্ডিজের ডান’হাতি ব্যাটসম্যান শাই হোপ। দু’টিই করেছিলেন ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর আর টেস্টে সেঞ্চুরির দেখা পাননি তিনি। আবারও ইংল্যান্ড সফরে হোপ। এই সফর দিয়ে আবারও টেস্টে নিজেকে ফিরে পেতে চান হোপ।

তিনি বলেন, ‘টেস্টে নিজেকে সেভাবে মেলে ধরতে পারছি না। তবে নিজেকে ফিরে পেতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি। আশা করি, এই সফর দিয়ে আবারও টেস্টে নিজেকে ফিরে পাবো এবং সেঞ্চুরি করতে পারবো।’

২০১৫ সালে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হয় হোপের। তবে ২০১৭ সালে প্রথম সেঞ্চুরির দেখা পান তিনি। সেটিও ইংল্যান্ডের বিপক্ষে। লিডস টেস্টের প্রথম ইনিংসে ১৪৭ রান করেন হোপ। পরের ইনিংসে অপরাজিত ১১৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

ওই দুই সেঞ্চুরির পর ৩৫ ইনিংস খেলে ফেললেও সেঞ্চুরির দেখা পাননি তিনি। অথচ ওয়ানডেতে রানের চাকা ঘুড়িয়েছেন অবলীলায়। গত বছরই ওয়ানডেতে পাঁচটি সেঞ্চুরি করেন তিনি। ওয়ানডেতে তার মোট সেঞ্চুরি ৯টি। কিন্তু টেস্টে নিজেকে প্রমান করতে পারছেন না তিনি।

৩১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ২টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে ১৪৯৮ রান করেছেন হোপ। ব্যাটিং গড় ২৭ দশমিক ২৩। কিন্তু ওয়ানডেতে হোপের ব্যাটিং গড় ৫২ দশমিক ২০। তাই টেস্টে নিজেকে খুঁজে বেড়াচ্ছেন তিনি। এবারের ইংল্যান্ড সফর দিয়ে ওয়ানডের মত পারফরম্যান্স করতে চান হোপ।

তিনি বলেন, ‘টেস্ট ও ওয়ানডেতে নিজের ব্যাটিংয়ের পার্থক্যের পরিবর্তন আনতে চাই। লাল বলে ব্যাটিং আমার সবচেয়ে বেশি পছন্দের। কিন্তু রান ও পরিসংখ্যানের বিচারে আমি টেস্টে ভালো করতে পারছি না। তবে টেস্টে ভালো করতে কাজ করছি। এজন্য আমার প্রস্তুতির ধরণ বদলেছে। কৌশলের দিক দিয়েও নিজেকে শুধরে নিয়েছি। বড় ইনিংস খেলার জন্য কঠোর পরিশ্রম করেছি। আশা করি, এই ইংল্যান্ড সফরেই নিজেকে মেলে ধরতে পারবো এবং বড় ইনিংসের দেখা পাবো।’

টেস্টে ভালো করতে আত্মবিশ্বাস ও ধৈর্য্যর প্রয়োজন হয় বলে জানান হোপ। তিনি বলেন, ‘আমার মনে হয় এটি মানসিক ব্যাপার। টেস্ট ক্রিকেটের আলাদা ফরম্যাট। এখানে অনেক বেশি আত্মবিশ্বাসী থাকতে হয়। বড় ইনিংস খেলতে ধৈর্য্যর প্রয়োজন পড়ে। আশা করি, আমি পারব। নিজের ওপর ও নিজের সামর্থে্যর ওপর বিশ্বাস রাখাটা জরুরি। কারণ আমি জানি আমি করতে পারব। এমন তো নয় যে এমন কিছু আগে কখনও করিনি।’

২০১৭ সালের ইংল্যান্ড সফরের স্মৃতি হোপকে আত্মবিশ্বাসী করছে বলে জানান। তিনি বলেন, ‘ওই সফরটি আমার কাছে দারুণ ছিল। এক টেস্টে দু’ইনিংসেই সেঞ্চুরি। ওই সিরিজের অভিজ্ঞতা এবারও কাজে লাগবে। আশা করি, দলীয়ভাবেও আমরা এবার ভালো করতে পারবো। ইংল্যান্ডের কন্ডিশনে ভালো করা অনেক কঠিন ব্যাপার। তারপরও এবার আমরা সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই এখানে এসেছি।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

খেলার মাঠে আর্চারের সাথে কোনো বন্ধুত্ব নেই : রোচ

খেলার মাঠে আর্চারের সাথে কোনো বন্ধুত্ব নেই : রোচ

রুদ্ধদার স্টেডিয়ামে সুবিধা পাবে ওয়েস্ট ইন্ডিজ

রুদ্ধদার স্টেডিয়ামে সুবিধা পাবে ওয়েস্ট ইন্ডিজ

ইংল্যান্ডে দলের সবাই নিরাপদ বোধ করছে : হোল্ডার

ইংল্যান্ডে দলের সবাই নিরাপদ বোধ করছে : হোল্ডার

তিরস্কার নয়, ভালোবেসে স্যামিকে কালু ডাকা হতো

তিরস্কার নয়, ভালোবেসে স্যামিকে কালু ডাকা হতো