অস্ট্রেলিয়ায় গোলাপি বলের টেস্ট চ্যালেঞ্জিং হবে : রোহিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৪ এএম, ১৮ জুন ২০২০
অস্ট্রেলিয়ায় গোলাপি বলের টেস্ট চ্যালেঞ্জিং হবে : রোহিত

চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। ওই সফরে চার টেস্টের সিরিজ খেলবে বিরাট কোহলিরা। এরমধ্যে একটি দিবা-রাত্রির টেস্টও আছে। অস্ট্রেলিয়ার মাটিতে গোলাপি বলের টেস্ট খেলা চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন ভারতের ওপেনার রোহিত শর্মা।

তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা সব সময়ই কঠিন। এরমধ্যে গোলাপি বলে টেস্ট খেলা আরও কঠিন। তাই এ টেস্টটি আমাদের চ্যালেঞ্জিং হবে।’

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে গৃহবন্দি বিশ্ব ক্রিকেট । তাই পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যস্ত সময় পার করছেন ক্রিকেটাররা। রোহিতও এর ব্যতিক্রম নয়। ইনস্টাগ্রামে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে অস্ট্রেলিয়া সফর নিয়ে কথা বলেন রোহিত। এক ক্রিকেট ভক্ত অস্ট্রেলিয়ার মাাটিতে গোলাপি বলে টেস্ট ম্যাচের ব্যাপারে জানতে চান। ওই টেস্টকে ঘিরে পরিকল্পনা বা চিন্তা-ভাবনা কেমন!

উত্তরে রোহিত বলেন, ‘নিশ্চিতভাবেই গোলাপি বলের ওই টেস্টটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জের হতে চলেছে। অস্ট্রেলিয়া গোলাপি বলে খুবই অভিজ্ঞ দল। তারা এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোলাপি বলের টেস্ট খেলেছে। সবগুলোই জিতেছে। তাই ওই টেস্টটি আমাদের জন্য কঠিন হবে। আমাদের বড় ধরনের পরীক্ষায় পড়তে হবে।’

২০১৩ সালে টেস্টে অভিষেক হলেও গত দু’বছর ধরে বড় ফরম্যাটের দলে পাকাপোক্ত আছেন রোহিত। ওয়ানডে-টি-টোয়েন্টিতে যেমন পারফরম্যান্স টেস্টেও তেমনটা ছিল না তার। তবে ওপেনার হিসেবে খেলতে নেমে নিজের রুপ দেখিয়েছেন রোহিত। ওপেনার হিসেবে পাঁচ টেস্টে ৯২ দশমিক ৬৬ গড়ে ৫৫৬ রান করেছেন তিনি। যেখানে সেঞ্চুরি আছে তিনটি।

তাই অস্ট্রেলিয়া সফরে ওপেনার হিসেবে বড় দায়িত্ব রোহিতের কাঁধে। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া সফর নিয়ে এখনও ভাবছি না। কারণ করোনাভাইরাসের জন্য ক্রিকেট থেকে দূরে আছি। তবে খেলার সুযোগ পেলে সেখানেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে। দলের প্রয়োজনে যা করতে হবে তাই করবো।’

সূচি অনুযায়ী ব্রিসবেনে ৩ ডিসেম্বর থেকে প্রথম টেস্ট শুরু করবে ভারত-অস্ট্রেলিয়া। ১১ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টটি হবে গোলাপি বলে। ২৬ ডিসেম্বর মেলবোর্নে তৃতীয় ও ৩ জানুয়ারি সিডনিতে হবে চতুর্থ টেস্ট।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অধিনায়ক হিসেবে ব্যর্থ কোহলি : গম্ভীর

অধিনায়ক হিসেবে ব্যর্থ কোহলি : গম্ভীর

আইপিএল নয়, বিশ্বকাপের সম্ভাবনা দেখছেন গাভাস্কার

আইপিএল নয়, বিশ্বকাপের সম্ভাবনা দেখছেন গাভাস্কার

আইসিসির সভাপতি নিয়ে সমালোচনায় কথা বললেন সৌরভ

আইসিসির সভাপতি নিয়ে সমালোচনায় কথা বললেন সৌরভ

আইপিএল ভাবনায় সেপ্টেম্বর-অক্টোবর

আইপিএল ভাবনায় সেপ্টেম্বর-অক্টোবর