চলতি বছরের আগস্টে টেস্ট সিরিজের আগে প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ডকে হুমকি দিয়ে রাখলেন পাকিস্তানের ১৭ বছর বয়সী পেসার নাসিম শাহ। তাকে অবমূল্যায়ন করা হলে ইংলিশদের বড় ক্ষতির সমুখীন হতে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন তিনি।
গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নাসিমের। ১৬ বছর বয়সে অভিষেকের পর থেকেই গতি দিয়ে দুর্দান্ত পারফরম্যান্স করছেন তিনি। তাই ইংল্যান্ডের বিপক্ষে আগামী ৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্টের সিরিজে পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় নাসিম।
গত ডিসেম্বরে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যারিয়ারে প্রথমবারের মত পাঁচ উইকেট শিকারের মাধ্যমে রেকর্ড বইয়ে জায়গা করে নেন তিনি। সর্বকনিষ্ট পেস বোলার হিসেবে টেস্টে পাঁচ উইকেট শিকারের নজির গড়েন তিনি। ১৬ বছর ৩১১ দিনে এমন কীর্তি গড়েন নাসিম।
ইংল্যান্ডের মাত্র একজন খেলোয়াড়ের নাম জানেন নাসিম। তিনি হলেন ইংলিশ অধিনায়ক জো রুট। তাকে দলটির হালকাভাবে নেওয়াটা ঠিক হবে না বলে উল্লেখ করেন নাসিম।
নাসিম সাংবাদিকদের বলেন, ‘তারা আমাকে একটা শিশু মনে করলে তাদেরই বড় ক্ষতি হবে। বয়স কোন বিষয় নয়, আমার বোলিংই বড় বিষয়। তাই আমাকে তাদের গুরুত্ব সহকারে নেওয়া প্রয়োজন।’
ইংল্যান্ড সফরে জন্য এ মাসের শেষের দিকে দেশ ছাড়বে পাকিস্তান। সেখানে পৌছে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকবে পাকিস্তান। এরপর ‘বায়ো-সুরক্ষা’ পরিবেশে নিজেদের অনুশীলন শুরু করবে তারা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]