ইংল্যান্ডের অনুশীল ক্যাম্পে ৩০ ক্রিকেটার, ফিরলেন মঈন আলী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৪ এএম, ১৮ জুন ২০২০
ইংল্যান্ডের অনুশীল ক্যাম্পে ৩০ ক্রিকেটার, ফিরলেন মঈন আলী

ফাইল ছবি

জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে করোনা পরবর্তী সময়ে আবারও মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। আসন্ন এই সিরিজকে সামনে রেখে অনুশীলন ক্যাম্পের জন্য ৩০ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

টেস্টে নিয়মিত ও একাধিক তরুণ ক্রিকেটার নিয়ে প্রকাশ করা হয় অনুশীলন ক্যাম্পের জন্য ৩০ সদস্যের তালিকা। যেখানে উল্লেখযোগ্য অন্তর্ভুক্তি দীর্ঘদিন টেস্ট ক্রিকেট থেকে বিরতিতে থাকা স্পিন অলরাউন্ডার মঈন আলী।

বুধবার (১৭) এল সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

কদিন আগে পারিবারিক কারণ দেখিয়ে এই সিরিজের প্রথম ম্যাচ খেলবেন না বলে জানিয়েছেন নিয়মিত অধিনায়ক জো রুট। ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন থাকায় শঙ্কা আছে পুরো সিরিজে তার সার্ভিস পাওয়া নিয়ে। তবে প্রাথমিক এই দলে আছেন তিনিও। এছাড়া দলে জায়গা হয়েছে আট নতুন মুখের।

ক্যারিবীয় সিরিজের জন্য ঘোষিত এই প্রাথমিক দলকে অনুশীলন করাবেন তিন কাউন্টি দলের কোচ গ্লেন চ্যাপেল (ল্যাঙ্কাশায়ার), রিচার্ড ডসন (গ্লুচেস্টারশায়ার) ও ম্যাথ্যু ওয়াকার (কেন্ট)।

এনিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পারফরম্যান্স ডিরেক্টর মো বোবাত বলেন, এই সময়ে তাদের এই সাপোর্ট অনেক জরুরী। আর আমরা এই সুযোগ লুপে নিয়েছি।

৩০ সদস্যের ইংল্যান্ড দল:
মঈন আলী, জেমস এন্ডারসন, জোফরা আর্চার, জনাথন বেরিস্ট্রো, ডমিনিক বেস, জেমস বার্চে, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলে, স্যাম কারান, জো ডেনলি, বেন ফোকস, লুইজ গ্রেগরি, কিটন জেনিংস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ক্রিগ ওভারটন, ম্যাথু প্র্যাকিনসন, ওলি পপ, ওলি রবিনসন, জো রুট, ডোম সিবলি, বেন স্টোকস, ওলি স্টোনস, আমার ভিরদি, ক্রিস ওকস ও মার্ক উড।



শেয়ার করুন :


আরও পড়ুন

মাঠে ফিরতে মরিয়া স্টোকস

মাঠে ফিরতে মরিয়া স্টোকস

সফর শর্তে নয়, ইসিবি আর্থিক সহায়তা করেছিল : স্কেরিট

সফর শর্তে নয়, ইসিবি আর্থিক সহায়তা করেছিল : স্কেরিট

বাংলাদেশের বিপক্ষে সহকারী হলেও এবার মূল কোচ হচ্ছে কলিংউড

বাংলাদেশের বিপক্ষে সহকারী হলেও এবার মূল কোচ হচ্ছে কলিংউড

করোনাযোদ্ধাদের সম্মান জানাতে ‘নীল আর্মব্যান্ড’ পড়ে খেলবে ইংল্যান্ড

করোনাযোদ্ধাদের সম্মান জানাতে ‘নীল আর্মব্যান্ড’ পড়ে খেলবে ইংল্যান্ড