মাত্র তিন বছরের টেস্ট ক্যারিয়ার তাতেই কি-না নিয়েছেন অবসর। লাল বলের ক্রিকেটে মনোযোগ দিতে বিশ্বকাপের পর হুট করে টেস্ট ক্রিকেটকে বিদায় বলায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজকে। তাতেও তখন নিজের সিদ্ধান্ত সরে দাঁড়াননি তিনি।
অবসর নিয়েছেন প্রায় এক বছর হলো, আর এই এক বছর পর এসে নিজের সিদ্ধান্ত বদলে আবারও টেস্ট ক্রিকেটে ফেরার কথা জানিয়েছেন তিনি। কী কারণে আবারও টেস্টে ফিরতে চান সে ব্যাখ্যাও অবশ্য দিয়েছেন তিনি।
নিজের ফেরার ব্যাপারে ওয়াহাব বলেন, ‘পিসিবি থেকে ফোন করে আমার কাছে জানতে চেয়েছিল, বদলি হিসেবে অথবা দলের প্রয়োজনে টেস্ট খেলার জন্য আমাকে পাওয়া যাবে কি না। আমি সরাসরি হ্যাঁ বলেছিলাম, কারণ আমার লক্ষ্য পাকিস্তানের হয়ে খেলা।’
এরপর বিরতি নেওয়ার কারণ ব্যাখ্যা করেন ওয়াহাব। জানান, পাকিস্তানের হয়ে টেস্ট খেলার জন্য যোগ্য নন তিনি। এই জন্যই টেস্ট থেকে বিরতি নেওয়ার কঠিন সিদ্ধান্ত নেন, ‘২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে আমি টেস্ট খেলেছি। শ্রীলঙ্কায় একটি টেস্ট খেলে ভালোই করেছিলাম। এরপরও পরের সফরে আমাকে আর নেওয়া হয়নি।’
‘এরপর ভেবেছিলাম, পাকিস্তানের হয়ে আর টেস্ট ম্যাচ খেলার জন্য আমি যথেষ্ট যোগ্য বা ভালো নই। এই জন্য আমি বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেই। মিসবাহ ও ওয়াকার ম্যানেজমেন্টে যোগ দেওয়ার আগেই ম্যানেজমেন্টকে জানিয়েছিলাম, যেহেতু আমি স্কোয়াডের অংশ নই, টেস্ট ক্রিকেট ছেড়ে সাদা বলের ক্রিকেটে মনোযোগ দেব।’
ওয়াহাব আরও বলেন, ‘ম্যানেজমেন্ট আমাকে পুরোপুরি অবসর না নিয়ে বিরতি নিতে বলেছিল। আর বিরতি নেওয়ার কারণেই আমি এখন পাকিস্তানের হয়ে ফেরার সুযোগ পাচ্ছি। তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত আমি নেইনি। সবসময় আমার লক্ষ্য ছিল পাকিস্তানের হয়ে খেলা ও পারফর্ম করা।’
‘যখন আমাকে জিজ্ঞাসা করা হয়, আমি হ্যাঁ বলতে দুবার ভাবিনি। কারণ পাকিস্তানের প্রতিনিধিত্ব করার এটি একটি সুযোগ। পাকিস্তান আমাদের অনেক কিছু দিয়েছে, এখন দেশকে ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। এখন অস্বাভাবিক এক পরিস্থিতি, পাকিস্তানের আমাকে দরকার এবং আমি প্রস্তুত।’- যোগ করেন এই বোলার।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]