রুদ্ধদার স্টেডিয়ামে সুবিধা পাবে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪১ এএম, ১৬ জুন ২০২০
রুদ্ধদার স্টেডিয়ামে সুবিধা পাবে ওয়েস্ট ইন্ডিজ

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে মার্চ (২০২০) থেকে বিশ্ব ক্রীড়াঙ্গন থমকে আছে। ইতোমধ্যে ইউরোপের বেশ কিছু ফুটবল লিগ মাঠে ফিরেছে। জুলাই মাস থেকে মাঠে ফিরছে ক্রিকেটও।

তিন ম্যাচের টেস্ট সিরিজ ৮ জুলাই থেকে শুরু করছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। তবে টেস্ট সিরিজটি হবে রুদ্ধদার স্টেডিয়ামে। তবে ফাঁকা গ্যালারির কারণে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ সুবিধা পাবে বলে মনে করছেন দেশটির কোচ ফিল সিমন্স।

ইংল্যান্ডের মাটিতে খেলা হওয়ায় গ্যালারিতে দর্শক বেশি থাকবে স্বাগতিকদের। কিন্তু রুদ্ধদার স্টেডিয়ামে দর্শকদের সমর্থন স্বাগতিকরা না পেলে সুবিধা হবে ক্যারিবীয়দের।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ৯ জুন (মঙ্গলবার) ম্যানচেস্টারে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে থেকেও পৃথক-পৃথক গ্রুপে অনুশীলন করছে ওয়েস্ট ইন্ডিজ।

সরকারি সকল নির্দেশনা মেনে ও বায়ো-সুরক্ষার ব্যবস্থা করে সিরিজটি আয়োজন করবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দর্শকদের উপস্থিতি ছাড়াই পুনরায় শুরু হবে ক্রিকেট। আর এতে ওয়েস্ট ইন্ডিজের জন্য বড় সুবিধা দেখছেন সিমন্স।

ওয়েস্ট ইন্ডিজের অনুশীলন চলাকালীন ভিডিও কনফারেন্সে সিমন্স বলেন, ‘জানি না, এটি আমাদের সম্ভাবনা বাড়িয়ে দেবে কি-না। কারণ, ভালো কিছুর জন্য দু’দলই একই ছায়ার আদলে খেলবে। আমাদের জন্য ভালো দিক হলো- ২০ হাজার সমর্থক ও জনতার সমর্থন ইংল্যান্ডের জন্য থাকবে না। যা এক রকমভাবে আমাদের সহায়তা করবে, তাই এটি একদিক দিয়ে ভালো।’

সমর্থকদের অনুপস্থিতি এবং প্রতিযোগিতামূলক ক্রিকেটের অভাবেও ইংল্যান্ড পিছিয়ে থাকবে বলে মনে করেন সিমন্স, ‘সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড দল কোন সফর করেনি এবং আমরাও মাত্র ঘরের মাঠে ক্রিকেট খেলছি। কারণ, স্বাভাবিক পরিস্থিতিতে আমরা অনুশীলন ক্যাম্প থেকে আসতাম এবং ইংল্যান্ডে মৌসুমের অর্ধেক হয়ে যেতে পারতো এবং সিরিজটি এখনই চলতে থাকতো।’

তিনি বলেন, ‘তাই আমি মনে করি, এটি আমাদের জন্য বড় সুবিধা। কারণ, তারা প্রতিযোগিতামূলক ক্রিকেট না খেলাতে কিছু ব্যাপারে সুবিধা তৈরি হয়।’

১৮ মাস আগে দেশের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারায় ওয়েস্ট ইন্ডিজ। তাই এবার সিরিজটি সমতায় শেষ করতে পারলেই উইজডেন ট্রফি নিজেদের করে রাখতে পারবে ক্যারিবীয়রা।

করোনাভাইরাসের কারণে পরিবারের কথা চিন্তা করে এবারের ইংল্যান্ড সফরে আসেননি দলের তিন নির্ভরযোগ্য খেলোয়াড় শিমরোন হেটমায়ার, ড্যারেন ব্রাভো ও কেমো পল। দল এই তিন খেলোয়াড়ের অনুপস্থিতি অনুভব করবেন বলে জানান সিমন্স।

তিনি বলেন, ‘দুর্ভাগ্যক্রমে এখানে কিছু খেলোয়াড় আসেনি। কিন্তু আমরা এখানে সেরা স্কোয়াড নিয়েই এসেছি। আমরা যেভাবে কাজ শুরু করেছি, ছেলেদের তৈরি করা হচ্ছে, আমি মনে করি আমরা প্রস্তুত এবং ট্রফিটি ধরে রাখতে চাই। আমরা তাদেরকে এমন একটা অবস্থায় এনেছি যে, তারা এ সিরিজে শূন্যস্থানগুলো পূর্ণ করতে পারে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডে দলের সবাই নিরাপদ বোধ করছে : হোল্ডার

ইংল্যান্ডে দলের সবাই নিরাপদ বোধ করছে : হোল্ডার

ইংল্যান্ড যাচ্ছে না ব্রাভো-পল, স্কোয়াডে নতুন দুই

ইংল্যান্ড যাচ্ছে না ব্রাভো-পল, স্কোয়াডে নতুন দুই

ইংল্যান্ড সফরে পাকিস্তানের দল ঘোষণা, দলে নতুন মুখ

ইংল্যান্ড সফরে পাকিস্তানের দল ঘোষণা, দলে নতুন মুখ

পাকিস্তানকে উড়িয়ে নিতে অর্ধ মিলিয়ন পাউন্ড খরচ করবে ইংল্যান্ড

পাকিস্তানকে উড়িয়ে নিতে অর্ধ মিলিয়ন পাউন্ড খরচ করবে ইংল্যান্ড