টি-টোয়েন্টি ক্রিকেটের ধুম-ধারাক্কা ব্যাটিংয়ের কারণে টেস্ট ক্রিকেট এখন উপভোগ্য ও উত্তেজনাপূর্ণ বলে মনে করেন ক্রিকেটের সাবেক তিন তারকা খেলোয়াড় ও অধিনায়ক। তারা হলেন- বাংলাদেশের হাবিবুল বাশার, ভারতের রাহুল দ্রাবিড় ও শ্রীলঙ্কার অর্জুনা রানাতুঙ্গা।
বার্তা সংস্থা এএফপিকে হাবিবুল বাশার বলেন, টেস্ট ফরম্যাটে এখন বড় রানের পেছনে টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাটিং ও ফ্লাট উইকেটের অবদান রয়েছে। অতীতে প্রতিটি দল দিনে ১৫০ থেকে ২০০ রান করলেই সন্তুষ্ট থাকতো। কিন্তু বর্তমানে দিনে ৩শ রান চায় দল।
তিনি বলেন, বড় স্কোরের আরও একটি কারণ হলো- ফ্লাট উইকেট। আমরা সবুজ ঘাসের উইকেট দেখতে পাই। তবে সবচেয়ে বড় কারণ হলো- সীমিত ওভারের ম্যাচগুলো।
হাবিবুলের সুরে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোতে ভারতের সাবেক সঞ্জয় মাঞ্জেকারের সাথে ভিডিও চ্যাটে আলাপকালে একই কথা বলেছে দ্রাবিড়। তিনি বলেন, ‘আমি সত্যিকার অর্থে বিশ্বাস করি, টেস্ট ব্যাটিং এখন অনেক বেশি উপভোগ্য। আগের চেয়ে অনেক বেশি ইতিবাচক। টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানরা বেশি শট খেলছে, যা দুর্দান্ত।’
টেস্ট ক্রিকেটের অন্যতম টেকনিক্যাল ব্যাটসম্যানের খ্যাতি পেয়েছিলেন দ্রাবিড়। ১৯৯৬ থেকে ২০১২ সাল পর্যন্ত ১৬৪টি টেস্ট খেলেন তিনি। তার ব্যাটিং গড় ছিল ৫২ দশমিক ৩১। ক্রিকেট ক্যারিয়ারে ‘দ্যা ওয়াল’ উপাধি পেয়েছিলেন দ্রাবিড়। কারণ উইকেটে আকঁড়ে থাকার প্রবল ক্ষমতা ছিল তার।
টেস্টে দ্রাবিড়ের স্ট্রাইক রেট ৪২ দশমিক ৫১ এবং ওয়ানডেতে ৭১ দশমিক ২৩। তারপরও টেস্টে ১৩ হাজার ২শ ৮৮ এবং ওয়ানডেতে ১০ হাজার ৮৮৯ রানের মারিক তিনি।
দ্রাবিড় বলেন, ‘বর্তমান সময়ে যদি আমি আগের মতো ব্যাটিং করতাম তবে টিকতে পারতাম না। বর্তমানের স্ট্রাইকের দিকে দেখুন। ভারতের জন্য দুর্দান্ত হলো- বিরাট কোহলি টেস্ট ক্রিকেটকে অনেক বেশি প্রাধান্য দেন। কোহলি দেখিয়েছেন কিভাবে তিন ফরম্যাটেই ধারাবাহিকভাবে খেলতে হয়।’
তিনি আরও বলেন, ‘অবশ্যই আমি নিজেকে কোহলি বা রোহিতের সাথে তুলনা করবো না। কারণ, তারা ওয়ানডে ক্রিকেটকে নতুন স্তরে পৌঁছে দিয়েছে।’
শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী অধিনায়ক রানাতুঙ্গা মনে করেন, সীমিত ওভারের ক্রিকেটের জন্য টেস্ট ফরম্যাটে আগ্রাসন তৈরি হয়েছে। তিনি বলেন, ‘১০ বা তার বেশি বছর আগের কথা বলা যাক, বড় শট নেওয়ার জন্য ব্যাটসম্যানরা আলগা বলের অপেক্ষা করতেন। কিন্তু বর্তমানে অর্ধেক ভালো ডেলিভারিতেও শর্ট নিয়ে থাকে।’
১৯৮২ থেকে ২০০০ সাল পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে খেলেছেন রানাতুঙ্গা। টেস্ট ও ওয়ানডে, দুই ফরম্যাটেই ৩৫এর ওপর ব্যাটিং গড় তার। পাঁচদিনের ক্রিকেটকে সবচেয়ে বেশি উপভোগ করতে তিনি।
রানাতুঙ্গা বলেন, ‘টেস্ট ক্রিকেট মায়ের হাতের তৈরি খাবারের মতো। যা অনেক ভালোবাসা-যত্ন ও ধৈর্য্য দিয়ে তৈরি হয়, যা পুষ্টিকর খাবারের মতো। টি-টোয়েন্টি ক্রিকেট হলো তাৎক্ষণিক বানিয়ে দেওয়া নুডুলসের মতো।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]