ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি একদিনের ক্রিকেটে করে ফেললেন ৩৫টি শতরান তার সামনে শুধু শচীন টেন্ডুলকার (৪৯)। ২২ গজে গেলে শতরান করেই ফিরছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যসমাপ্ত একদিনের সিরিজে ৬ ম্যাচে ৩টি শতরান। ১টা অর্ধশতরান বিরাট কোহলির নামের পাশে।
যে গতিতে এগোচ্ছেন তাতে শচীনের রেকর্ড কতদিন অক্ষত থাকবে তা বলা মুশকিল। দক্ষিণ আফ্রিকা বোলারদের ক্লাবস্তরে নামিয়ে এনেছেন। তার উপর সেঞ্চুরিয়ানে ম্যাচ ও সিরিজ সেরার পুরষ্কার হাতে কোহলি যা বলে গেলেন, তাতে বিপক্ষ বোলারদের রাতের ঘুম উড়ে যাওয়া ছাড়া কোনও উপায় দেখা যাচ্ছে না। বলা ভাল এককথায় ক্রিকেট বিশ্বকে হুমকি দিয়েছেন ভারত অধিনায়ক।
বিরাট বলেছেন, ‘আরও ৮-৯ বছর খেলব। যার পুরোটাই সদ্ব্যবহার করতে হবে। প্রস্তুতিতে আরও সময় দিতে হবে। শরীরটা এখনও আমার ফিট রয়েছে।’ একথা শুনলে যে কোনও দলই কেঁপে যাবে। আরও ৮-৯ বছর আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় থাকলে তিনি যে কী করবেন তা ভাবনার বাইরে। কত রেকর্ড যে গড়বেন তার ইয়ত্তা নেই। বিপক্ষ বোলারদের কপালে চিন্তার ভাঁজ বাড়ল আর কী।
সাংবাদিক সম্মেলনে কোহলি আরও বলেছেন, ‘অধিনায়ক থাকি আর না থাকি। ভারতের হয়ে খেলাটাই আমার কাছে অগ্রাধিকার পেয়ে যাবে চিরকাল। যখন মাঠে নামব। চেষ্টা করব ১২০ শতাংশ দিতে। যাতে দলের বাকিরাও আমাকে দেখে উদ্ধুদ্ধ হয়।’