প্রাণঘাতি করোনাভাইরাসে সবকিছুই এখন ওলট-পালট। মাঠে নেই ব্যাটে বলের তুমুল লড়াই, ঘরবন্দি সময় পার করছেন ক্রিকেটাররা। ব্যঘাত ঘটছে ক্রিকেটিয় সূচিতে। তবে এ অবস্থায় আগামী বছরের নারী ওয়ানডে বিশ্বকাপ অনিশ্চয়তার মূখে থাকলেও শতভাগ প্রস্তুত অস্ট্রেলিয়া নারী দল।
চলতি বছরের মার্চে ঘরের মাঠে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ের পর করোনার বেড়াজালে আটকে মাঠে নামতে পারছে না অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা। দীর্ঘ ৩ মাস খেলার বাইরে রয়েছেন তারা। তবে এর মাঝেই ২০২১ সালের ফ্রেবুয়ারি-মার্চে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত রাখার কথা জানিয়েছেন অধিনায়ক ম্যাগ ল্যানিং। এছাড়া আবারও শিরোপা পুনরুদ্ধার করতে চায় অজি নারী দল।
অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের অধিনায়ক ম্যাগ ল্যানিং বলেন, আমরা বিশ্বকাপের নির্ধারিত সূচি অনুযায়ী এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছি। তবে আমাদের অপেক্ষা করতে হবে যে, কীভাবে খেলতে হবে তা দেখার জন্য। আমরা দেখতে দেখতে পরিকল্পনাও করছি। তবে জিনিসগুলো বোঝাও দ্রুত পরিবর্তন আসতে পারে।
তিনি বলেন, আমরা আগামী কয়েক মাস রাজ্যের কর্মসূচিতে নিজেকে নিমজ্জিত রাখতে যাচ্ছি। ব্রিসবেনে কোন অস্ট্রেলিয়ান শিবির না থাকায় আমরা সেখানে যেতে পারছি না। তবে ভিক্টোরিয়ায় আমরা অনেক সুবিধা পেয়েছি। আমরা প্রত্যাশিতভাবে রাজ্যের কাজে জড়িত থাকতে পারিনি। আমাদের করার জন্য পর্যাপ্ত সংস্থা পেয়েছি এবং আমরা ভালোভাবে প্রস্তুত।
এই মূহুর্তে ক্রিকেটে মনোযোগ দেওয়া খুবই কঠিন ব্যাপার। ল্যানিং নিশ্চিত করেছেন যে, তার নেতৃত্বে যে ধরনের প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাতে কম প্রস্তুতি নিয়েও ভালো করা সম্ভব।
তিনি বলেন, আমরা যে দলটি পেয়েছি তারা দীর্ঘ সময় ধরে এক সাথে অনেক ম্যাচ খেলেছি। যদি এমনটি হয় যে আমরা প্রস্তুতির জন্য অল্প সময় পেয়েছি, আমার তাতেও সন্দেহ নেই। আমরা প্রস্তুত হতে পারব। আমরা বিশ্বকাপে যেতে প্রস্তুতও থাকবো।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]