ইংল্যান্ডের কাছে হেরেও ফাইনালে নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৩ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৮
ইংল্যান্ডের কাছে হেরেও ফাইনালে নিউজিল্যান্ড

শ্বাসরুদ্ধকর ম্যাচে তীরে এসে তরী ডুবলো নিউজিল্যান্ডের। মাত্র দুই রানে ইংল্যান্ডের কাছে হেরে গেছে তারা। তবে তাতে কী, ট্রান্স-তাসমান ত্রিদেশীয় সিরিজে ঠিকই ফাইনালে উঠে গেছে নিউজিল্যান্ড।

১৯৪ রানের জবাবে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। শেষ ২ বলে নিউজিল্যান্ডের দরকার ছিল ৫ রান। হাতে ছিল ৬টি উইকেট। এমন পরিস্থিতিতে স্নায়ুচাপের খেলাটা দারুণভাবে নিয়ন্ত্রণ করলেন টম কুরান। তার করা শেষ ওভারের শেষ দুটি বলে ২ রানের বেশি নিতে পারেনি নিউজিল্যান্ড। ফলে দুই রানে হেরে যায় নিউজিল্যান্ড।

এদিকে হেরে গিয়েও নেট রান রেটে এগিয়ে থাকার কারণে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। ২১ ফেব্রুয়ারি অকল্যান্ডে ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

রোববার হ্যামিল্টনে টস হেরে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ২৪ রানেই ২ উইকেট হারিয়ে বসা ইংল্যান্ড অধিনায়ক ইয়ান মরগান ও ডেভিড মালানের ব্যাটিং দৃঢ়তায় ১৯৪ রানের লড়াকু সংগ্রহ করে। ব্যাট হাতে অধিনায়ক মরগান ৪৬ বলে ৪ চার ও ৬ ছক্কায় অপরাজিত ৮০ রান করেন। অন্যপ্রান্তে মালান করেন ৩৬ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫৩ রান।

১৯৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কলিন মানরো ও মার্টিন গাপটিলের ব্যাটে দুর্দান্ত সূচনা পায় স্বাগতিকরা। ৬.৩ ওভারেই দুজন তুলেন ৭৮ রান। তবে মানরো ৫৭ রানে এবং আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো গাপটিল ৬২ রান করে আউট হয়ে যান। এরপর হংকংয়ের ক্রিকেটার (পৈতৃকসূত্রে নিউজিল্যান্ডের হয়ে খেলছেন) মার্ক চাপম্যান অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলে দলকে জেতানোর চেষ্টা করলেও ২ রানে হেরে যায় নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড : ১৯৪/৭ (২০ ওভারে)
নিউজিল্যান্ড : ১৯২/৪ (২০ ওভারে)

ফল : ইংল্যান্ড ২ রানে জয়ী
ম্যাচসেরা : ইয়ান মরগান (ইংল্যান্ডের অধিনায়ক)।



শেয়ার করুন :


আরও পড়ুন

আগেই ইংল্যান্ড যেতে চায় ভারত

আগেই ইংল্যান্ড যেতে চায় ভারত

মালয়েশিয়ায় হোম ভেন্যু বানাচ্ছে পাকিস্তান

মালয়েশিয়ায় হোম ভেন্যু বানাচ্ছে পাকিস্তান

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত করলো আফগানিস্তান

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত করলো আফগানিস্তান

সাফল্যের নেপথ্যে ‘ও’, কৃতজ্ঞ কোহলি

সাফল্যের নেপথ্যে ‘ও’, কৃতজ্ঞ কোহলি