ধোনির অসহায় মুখই সেদিন জিততে সহায়তা করেছিল : রায়না

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৮ এএম, ৩১ মে ২০২০
ধোনির অসহায় মুখই সেদিন জিততে সহায়তা করেছিল : রায়না

ফাইল ছবি

ম্যাচ শেষ করার আগেই আউট হয়ে হতাশ মুখে ড্রেসিংরুমে ফিরেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। তার সেই অসহায় মুখই নিজের সেরাটা দিতে উদ্দীপ্ত করেছিল সুরেশ রায়নাকে। ২০১১ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাটকীয় ম্যাচের স্মৃতিচারণে এই কথা জানিয়েছেন বাঁ'হাতি মিডল অর্ডার ব্যাটসম্যান।

আগের বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ছয় উইকেটে ২৬০ রান তুলেছিল। ২৬১ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে এক সময় ১৮৭ রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল ভারতের। ধোনি যখন ফিরছেন, তখন ৭৫ বলে দরকার ছিল ৭৪ রান। সেই টানটান পরিস্থিতিতে ক্রিজে যুবরাজ সিংহের সঙ্গে যোগ দিয়েছিলেন রায়না।

৪৭.৪ ওভারে পাঁচ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ১৪ বল বাকি থাকতে জয় আসে পাঁচ উইকেটে। সুরেশ রায়না ২৮ বলে অপরাজিত থাকেন ৩৪ রানে। মারেন দুটো চার ও একটা ছয়। অন্য দিকে, যুবরাজ সিংহ অপরাজিত থাকেন ৫৭ রানে। বল হাতেও দুই উইকেট নিয়েছিলেন। ফলে, ম্যাচের সেরা হন যুবরাজ।

আকাশ চোপড়ার সঙ্গে আলাপচারিতায় সুরেশ রায়না বলেন, ‘সাজঘরে আমার ডান পাশে বসেছিল বীরেন্দ্র শেওয়াগ। বাঁদিকে ছিল শচীন টেন্ডুলকার। শচীন আমাকে বার তিনেক টোকা দিয়ে বলল যে, ‘আজ তুমিই ভারতকে জেতাবে।’ শচীন তার পর সাই বাবার ব্রেসলেট পরে ফেলল। আমার মনে হতে লাগল যে, আজ দিনটা আমারই হতে চলেছে। আমিই জেতাব দলকে।

যখন মাঠে ঢুকছি, দেখলাম বিষাদমাখা মুখ নিয়ে ফিরছে ধোনি। সঙ্গে সঙ্গে আমি ঠিক করে ফেললাম যে, এই সুযোগ কিছুতেই নষ্ট করা যাবে না। যে কোনও মূল্যে দলকে জেতাব। অস্ট্রেলিয়া তখন আক্রমণ থেকে অফস্পিনারদের সরিয়ে ফেলেছে। ওই অফস্পিনাররাই বিপজ্জনক হয়ে উঠেছিল। ব্রেট লি-কে ছয় মারার পর নিশ্চিত হয়ে গেলাম যে আমরাই জিতছি। খেলার ধারা তখন আমাদের দিকে এসে গিয়েছিল।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেটের সব ম্যাচই পাতানো হয় : দাবি ভারতীয় বুকির

ক্রিকেটের সব ম্যাচই পাতানো হয় : দাবি ভারতীয় বুকির

ক্রিকেটে ‘করোনা বদলি’র নিয়ম চায় ইংল্যান্ড

ক্রিকেটে ‘করোনা বদলি’র নিয়ম চায় ইংল্যান্ড

কাশ্মীরের তরুণ ক্রিকেটার মুর্তজার পাশে আফ্রিদি

কাশ্মীরের তরুণ ক্রিকেটার মুর্তজার পাশে আফ্রিদি

ইংল্যান্ড সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, বোর্ডের অনুমতি

ইংল্যান্ড সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, বোর্ডের অনুমতি