ইংল্যান্ড সিরিজের সম্ভাবনা দেখছেন না ওয়ার্নার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩০ এএম, ০১ মে ২০২০
ইংল্যান্ড সিরিজের সম্ভাবনা দেখছেন না ওয়ার্নার

ফাইল ছবি

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে আসন্ন ইংল্যান্ড সফরটি যথা সময়ে হওয়ার সম্ভাবনা দেখছেন না অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। জুলাইয়ে ইংল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়া দলের। কিন্তু করোনাভাইরাসের কারণে ওই সফরটি এখন হুমকির মুখে।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) গত সপ্তাহে আগামী জুলাইয়ের আগে সর্ব প্রকার ক্রিকেট স্থগিতের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে ফিরতে গেলে খেলোয়াড়দের ওয়ার্ম-আপের প্রয়োজন রয়েছে মনে করছে ইসিবি।

তাই ধারণা করা হয়েছিল, সফরটি বিলম্বিত হয়ে সেপ্টেম্বর নাগাদ হতে পারে। কিন্তু সফরটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ওয়ার্নার। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নিজস্ব ওয়েবসাইটে ওয়ার্নার বলেন, ‘ইংল্যান্ডে এখন পর্যন্ত যা হয়েছে, এই মূর্হুতে সেখানে যাওয়ার কোন সম্ভাবনাই নেই।’

তিনি বলেন, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের হাসপাতালের ভর্তিতে বুঝা যাচ্ছে দেশটি কতটা ভয়াবহ অবস্থায় পড়েছে। ওয়ার্নার বলেন, ‘তিনি সুস্থ হয়ে ফিরেছেন এবং এটা খুবই ভাল খবর। তবে খেলাধুলা শুরু করতে আরও অনেক দূর যেতে হবে।

করোনাভাইরাসের কারণে ইতোমধ্যে জুন মাসে বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের সূচি স্থগিত করেছে অস্ট্রেলিয়া। দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ অনিশ্চয়তার মুখে ক্রিকেট অস্ট্রেলিয়ার। আগামী অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া, সেটিও এখন হুমকির মুখে।

তবে ক্রিকেটের প্রধান সংস্থা আইসিসি বলছে, বিশ্বকাপ আয়োজনে বিকল্প চেষ্টায় আছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত না হলেও, ডিসেম্বরে দেশের মাটিতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ আয়োজনে বদ্ধপরিকর অস্ট্রেলিয়া। সিএ এ মাসেই জানিয়েছে, ভারতের বিপক্ষে সিরিজটি বাতিল হয়ে গেলে একশো মিলিয়ন ডলার ক্ষতি হবে।

 



শেয়ার করুন :


আরও পড়ুন

পিছিয়ে গেল দ্য হান্ড্রেড

পিছিয়ে গেল দ্য হান্ড্রেড

হান্ড্রেড ক্রিকেট পেছানোর অনুরোধ মঈন আলীর

হান্ড্রেড ক্রিকেট পেছানোর অনুরোধ মঈন আলীর

বিশ্বকাপ জয়ীদের বেতন অব্যাহত রেখেছে বিসিবি

বিশ্বকাপ জয়ীদের বেতন অব্যাহত রেখেছে বিসিবি

এখনই শ্রীলঙ্কা সফর স্থগিত করতে নারাজ বিসিবি

এখনই শ্রীলঙ্কা সফর স্থগিত করতে নারাজ বিসিবি