ভারত বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের পরিচর্যার প্রয়োজন : সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৯ পিএম, ১৬ এপ্রিল ২০২০
ভারত বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের পরিচর্যার প্রয়োজন : সাকিব

ফাইল ছবি

করোনার প্রকোপে বন্ধ হয়ে আছে বিশ্বক্রীড়াঙ্গন। আর তাতে ঘরে বসে অলস সময় কাটাচ্ছেন ক্রীড়াবিদরা। অবসর এই সময়ে অনেকেই আড্ডা দিচ্ছেন ইনস্ট্রাগ্রাম লাইভে এসে। স্ত্রী-সন্তানদের নিয়ে আমেরিকায় থাকা সাকিব আল হাসানও বুধবার (১৫ এপ্রিল) এসেছিলেন ইনস্ট্রাগ্রাম লাইভে। যেখানে ভক্তদের নানাবিধ প্রশ্নের উত্তর দিয়েছেন।

জুয়াড়ির তথ্য গোপন করার অপরাধে ২০১৯ সালের ২৯ অক্টোবর ১ বছরের নিষেধাজ্ঞায় পড়েন সাকিব আল হাসান। চাইলেই আগামী অক্টোবরের আগে মাঠের ক্রিকেটে ফেরার উপায় নেই সাকিবের। মাঠের ক্রিকেট ফিরতে না পারলেও ইনস্ট্রাগ্রাম লাইভে এসে ভক্তদের প্রশ্নের কল্যাণে কথা বলেছেন ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ নিয়ে।

ভারত উপমহাদেশে বিশ্বকাপ বলে একটু স্বস্তিতে বাংলাদেশ। কারণ ভারত উপমহাদেশে বাংলাদেশের রেকর্ডটা বেশ ভালো। সাকিব মনে করেন বাংলাদেশ দলে মোটামুটি সবই ঠিক আছে শুধু ক্রিকেটারদের আরও একটু পরিচর্যা করতে হবে।

তিনি বলেন, দরকার শুধু সঠিক পরিচর্যার, খুব বেশি কিছু যে দরকার, তা নয়। আমার কাছে মনে হয় যে জিনিসগুলো দরকার, সেটা আছে। এখন যে দলটা আছে, সেখানে মোটামুটি সবই আছে। তবে ক্রিকেটারদের পরিচর্যা অনেক বেশি দরকার। ভালো প্রস্তুতি হওয়া দরকার। আমার মনে হয়, আমরা খুব ভালো দল হয়েই ২০২৩ বিশ্বকাপ খেলতে যেতে পারব।

ভারতে বিশ্বকাপ হওয়ায় ভারতের মতো বাংলাদেশও একটু বাড়তি সুবিধা পাবে। তবে সাকিব বলছেন, আইসিসির ইভেন্ট গুলোতে এসব খুব একটা প্রভাব ফেলে না কারণ সবসময়ই স্পোর্টিং উইকেটে খেলা হয়।

তিনি বলেন, আইসিসি ইভেন্টগুলোতে কন্ডিশন খুব একটা প্রভাব ফেলেনা। কারণ উইকেটগুলো স্পোর্টিং থাকে, ব্যাটিং বান্ধব থাকে। ২০১৫ বিশ্বকাপ বা ২০১৯ বিশ্বকাকাপ খেয়াল করলেই দেখা যায়।



শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পদ্ধতি বাতিয়ে দিলেন ব্র্যাড হগ

টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পদ্ধতি বাতিয়ে দিলেন ব্র্যাড হগ

দালাইলামার মন্দিরে সাকিব ভক্ত

দালাইলামার মন্দিরে সাকিব ভক্ত

সাকিবকে স্পর্শ করলেন তামিম ইকবাল

সাকিবকে স্পর্শ করলেন তামিম ইকবাল

সাকিব ফাউন্ডেশনে আরও বিশ লাখ টাকার তহবিল

সাকিব ফাউন্ডেশনে আরও বিশ লাখ টাকার তহবিল