নারী চ্যাম্পিয়নশিপের বাতিল সিরিজের পয়েন্ট বরাদ্দের ঘোষণা দিয়েছে আইসিসি। এর ফলে রাজনৈতিক অস্থিরতায় ২০১৯ সালে অনুষ্ঠিত না হওয়া ভারত-পাকিস্তান নারী দলের মধ্যকার ওয়ানডে সিরিজের পয়েন্টও ভাগ করা হয়েছে। আইসিসির টেকনিক্যাল কমিটি দুই দলকে সমান ৩ পয়েন্ট ভাগ করে দিয়েছে।
খেলা না হওয়ায় বোনাস পয়েন্ট পেয়ে পাকিস্তানের চেয়ে এগিয়ে থেকে নিউজিল্যান্ডে ২০২১ সালের নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়েছে ভারতের। অন্যদিকে বিশ্বকাপে খেলতে হলে চলতি বছরের জুলাইয়ে নির্ধারিত বাছাইপর্ব খেলতে হবে পাকিস্তান নারী ক্রিকেট দলের।
বুধবার (১৫ এপ্রিল) আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
এদিকে শুধু ভারত-পাকিস্তান নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে প্রাথমিকভাবে স্থগিত করা দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজও বাতিল করা হয়েছে। অর্থাৎ এ চার দলও পাচ্ছে আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের সমান ৩ পয়েন্ট।
আইসিসির টেকনিক্যাল কমিটি সিদ্ধান্ত মোতাবেক সিরিজে পয়েন্ট ভাগাভাগির ফলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা চতুর্থ ভারতের পয়েন্ট ২৩। এছাড়া আগেই বিশ্বকাপ নিশ্চিত করা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৩৭, ইংল্যান্ডের ২৯ এবং দক্ষিণ আফ্রিকার ২৫ পয়েন্ট রয়েছে।
এছাড়া পাকিস্তানের চেয়ে কম পয়েন্ট নিয়ে স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপ নিশ্চিত নিউজিল্যান্ডের। তাদের সংগ্রহ মাত্র ১৭ পয়েন্ট। আইসিসি নারী চ্যাম্পিয়নশিপে খেলা বাকি দুই দল ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৩ এবং শ্রীলঙ্কার সংগ্রহ মাত্র ৫ পয়েন্ট।
২০২১ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য এ নারী ওয়ানডে বিশ্বকাপে ৮ দল অংশ নিবে। ফলে এখনও ৩ দলের জন্য সুযোগ রয়েছে। চলতি বছরের জুলাই মাসে শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাছাইপর্বের খেলা।
নারী চ্যাম্পিয়নশিপের তিন দল পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা; ওয়ানডে স্ট্যাটাস থাকা দুই দল বাংলাদেশ ও আয়ারল্যান্ড এবং আঞ্চলিক বাছাই পেরিয়ে আসা পাঁচদল- থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি, যুক্তরাষ্ট্র এবং নেদারল্যান্ডস বাছাইপর্বে খেলবে।