ওয়ান্ডারার্সে চতুর্থ ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে টিকে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৬ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-১ এ এগিয়ে রয়েছে ভারত। তবে এ দিন জয় ছাড়াও দক্ষিণ আফ্রিকার দলে আরও একটি ঘটনা ঘটেছে। যা সবার চোখে পড়লেও হয়তো অনেকেই ভেবে দেখেননি।
শনিবার ভারতের বিপক্ষে প্রোটিয়াদের জার্সি ছিল গোলাপি রঙের। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন সৃষ্টি হয়েছে, হঠাৎ সবুজ থেকে গোলাপি রঙের জার্সিতে কেন ডিভিলিয়ার্সরা?
এদিকে বিষয়টি যে এবারই প্রথম তা নয়। এ নিয়ে ষষ্ঠবারের মতো ওয়ানডে ম্যাচে গোলাপি জার্সি গায়ে ক্রিকেট খেললো দক্ষিণ আফ্রিকা। এ জার্সি গায়ে বরাবরই সফলতার মুখও দেখেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। তবে কি শুধু ভারতের বিরুদ্ধে সিরিজ হার বাঁচাতেই এ রঙের জার্সি বেছে নিয়েছিলেন ডুমিনিরা? না, এর নেপথ্যে ছিল অন্য এক মানবিক কারণ।
সত্যটা হলো, গোলাপি জার্সি পরে সমাজকে স্তন ক্যানসার নিয়ে সচেতনতার বার্তা দিতে চেয়েছেন তারা। শুধু তাই নয়, চতুর্থ ওয়ানডে থেকে প্রাপ্ত অর্থ পাঠানো হয়েছে শার্লট মাক্সেকে জোহনেসবার্গের অ্যাকাডেমিক হাসপাতালের স্তন ক্যানসার ক্লিনিকে। এভাবেই স্তন ক্যানসারে আক্রান্ত রোগীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রোটিয়া তারকারা।
জানা গেছে, চলতি বছর এক মিলিয়ন ব্র্যান্ডেরও (দক্ষিণ আফ্রিকার মুদ্রা) বেশি অর্থ তুলতে বদ্ধপরিকর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। এমন জনসেবামূলক কাজের জন্যই প্রোটিয়ারা বেছে নিয়েছে গোলাপি রঙের জার্সি।