ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে শততম ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করার বিরল কৃতিত্ব অর্জন করলেন ওপেনার শিখর ধাওয়ান।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শনিবার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ছয় ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে বাঁ-হাতি ব্যাটসম্যান ধাওয়ান এ রেকর্ড গড়েন।
২০১০ সালে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডেতে অভিষেক হয়েছিল ৩২ বছর বয়সী ধাওয়ানের। শনিবারের ম্যাচে ৯৯ বলে ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি হাঁকিয়ে সব মিলিয়ে নবম ব্যাটসম্যান হিসেবে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম সেঞ্চুরি তুলে নিতে ধাওয়ান দুটি ওভার বাউন্ডারি ও ১০টি বাউন্ডারির সহযোগিতা নিয়েছেন।
দ্বিতীয় উইকেটে অধিনায়ক বিরাট কোহলিকে সাথে নিয়ে ১৫৮ রানের পার্টনারশীপ গড়ে তুলেছিলেন ধাওয়ান। কোহলি ৮৩ বলে করেছেন ৭৫ রান। চার ইনিংসে কোহলির ব্যাট থেকে এসেছে ৩৯৩ রান।
প্রথমে ব্যাটিং থেকে ৭ উইকেটে ভারতের সংগ্রহ ছিল ২৮৯ রান। জবাবে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ২০৭ রান সংগ্রহ করে ডার্ক/ওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৫ বল বাকি থাকতে ৫ উইকেটের জয় নিশ্চিত করে। এ জয়ের ফলে ৬ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে থাকলো ভারত।
১৯৯৯ সালের বিশ্বকাপে একই প্রতিপক্ষের বিপক্ষে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি শততম ওয়ানডেতে ৯৭ রান সংগ্রহ করেছিলেন। গাঙ্গুলির রানকে ছাড়িয়ে গিয়ে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ধাওয়ান।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ব্যর্থ হবার পরে চলতি সিরিজে ধাওয়ান আবারও স্বরুপে ফিরেছেন। প্রথম তিনটি ওয়ানডেতে তার ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৩৫, অপরাজিত ৫১ ও ৭৬ রান। টেস্ট সিরিজে ভারত ১-২ ব্যবধানে পরাজিত হয়েছিল।
গত বছর সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার সর্বশেষ ব্যাটসম্যান হিসেবে শততম ওয়ানডেতে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন।
শততম ওয়ানডেতে সেঞ্চুরির কৃতিত্ব অর্জনকারী অন্য ব্যাটসম্যানরা হলেন- গর্ডন গ্রিনিজ, ক্রিস কেয়ার্নস, মোহাম্মদ ইউসুফ, কুমার সাঙ্গাকারা, ক্রিস গেইল, মার্কোস ট্রেসকোথিক, রামনারেশ সারওয়ান ও ডেভিড ওয়ার্নার।