বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) মাহমুদউল্লাহ রিয়াদের গাজী গ্রুপ ক্রিকেটারসকে হারিয়ে দিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সোমবার (১৬) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে ৯ রানে জয় তুলে নিয়েছে প্রাইম ব্যাংক।
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন গাজী ক্রিকেটারসের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারি শেষে ৯ উইকেট হারিয়ে ২৪২ রান করে গাজী গ্রুপ ক্রিকেটারস।
ব্যাট হাতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল ভালো করতে পারেননি। ৪৭ বল মোকাবেলা করে মাত্র ১৯ রানে সাজঘরে ফিরেছেন তিনি। তামিমের সাথে দলের আরেক ওপেনার এনামুল হক ৩ বলে শূন্য রান করে আউট হয়েছেন।
তামিম-এনামুল ব্যর্থ হলেও ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন তিন নম্বরে নামা রনি তালুকদার। ১০৪ বল মোকাবেলা করে দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৭৯ রান করেছেন তিনি। মাহমুদউল্লাহর বলে আউট হওয়ার আগে ৭ চার ও দুই ছয়ে এ ইনিং সাজান রনি।
এছাড়া মোহাম্মদ মিঠুন ৩৯ বলে ২৭, অলক কাপালি ২৪ বলে ১৭, নাহিদুল ইসলাম ৪৩ বলে অপরাজিত ৫৩ এবং নাঈম হাসান ৩৬ বলে অপরাজিত ৪৬ রান করেন। অন্যদিকে বল হাতে মাহমুদউল্লাহ ৩টি, নাসুম আহমেদ ২টি এবং হাসান মাহমুদ একটি উইকেট নেন।
২৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটারসের ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২৪২ রানে থেমে যায় তারা।
এর আগে ব্যাট হাতে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন সৌম্য সরকার। ৫১ বল মোকাবেলা করে তিনি করেন ৪৯ রান। এছাড়া মমিনুল হক ৪২ বলে ২৮, অধিনায়ক মাহমুদউল্লাহ ৬০ বলে ৩২, আরিফুল হক ৩৬ বলে ২০ এবং যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী ২৮ বলে ৩১ রান করেন।
অন্যদিকে বল হাতে নাহিদুল ইসলাম ৫ ওভার বল করে ৩০ রান দিয়ে ২টি উইকেট শিকার করেছেন। এছাড়া মোস্তাফিজুর রহমান, নাঈম হাসান, শরিফুল ইসলাম ও অলক কাপালি একটি করে উইকেট পেয়েছেন। তবে ৮ ওভার বল করে ৪৩ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন রুবেল হোসেন।
ম্যাচ সেরা হয়েছেন নাহিদুল ইসলাম। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এ ক্রিকেটার ব্যাট হাতে ৫৩ রানের পাশাপাশি বল হাতে তুলে নিয়েছেন দুটি উইকেট।