ডিপিএল নিয়ে আসতে পারে নতুন সিদ্ধান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩০ পিএম, ১৬ মার্চ ২০২০
ডিপিএল নিয়ে আসতে পারে নতুন সিদ্ধান্ত

রোববার (১৫ মার্চ) শুরু হয়েছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। বাদ বা স্থগিত হয়ে যাচ্ছে একের পর এক টুর্নামেন্ট ও সিরিজ। সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর স্থগিত হওয়ার পর এবার আলোচনায় বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)।

করোনাভাইরাস আতঙ্কে বিভিন্ন দেশের ক্রীড়া ইভেন্টগুলো স্থগতি ঘোষণা করা হলেও এখনো চলছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। সোমবার (১৬ মার্চ) চলমান টুর্নামেন্টের ভবিষ্যৎ জানতে চাওয়া হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী (সিইও) নিজামুদ্দিন চৌধুরী সুজন জানান, টুর্নামেন্টের সাথে প্রাসঙ্গিক যারা আছেন তাদের সাথে আমরা কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, ‘বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যে অবস্থা, আমাদের সভাপতি (বিসিবি সভাপতি) আগেই বলেছেন যে, সরকার যে নির্দেশনা দেবে আমরা সেটা অনুসরণ করব। এ সময় যে মেডিক্যাল বা অন্যান্য অ্যাডভাইজরিগুলো আসছে তার ওপর ভিত্তি করে টুর্নামেন্টের আয়োজককে নির্দেশনা দিয়েছি। সেভাবেই খেলাগুলো চালানো হচ্ছে।’

নিজামুদ্দিন চৌধুরী বলেন, ‘এর বাইরে যেটা হচ্ছে যে, দর্শক সমাগম হচ্ছে না। তাৎক্ষণিক যে নির্দেশনা ছিল সেটা হচ্ছে লেস গেদারিং। এখন পর্যন্ত সেভাবেই হচ্ছে। তবে এর সাথে প্রাসঙ্গিক যারা আছে তাদের সাথে আমরা কথা বলব। বিশেষ করে ক্লাব এবং সংশ্লিষ্ট ক্লাবগুলো। তাদের মতামত নিয়ে আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’

একই সময়ে পাকিস্তান সফর স্থগিত নিয়েও কথা বলেন বিসিবির নির্বাহী। বলেন, ‘আমরা শুরু থেকেই বলে আসছি পাকিস্তান সিরিজটি আয়োজন করছে। এটা তাদেরই সিদ্ধান্ত ছিল। গত দু’দিন ধরে আমাদের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের যোগাযোগ হচ্ছিল।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তান আমাদের সঙ্গে যোগাযোগ করেছে কিভাবে সফরটা নিয়ে কাজ করা যায়। সেন্সিবল অ্যাপ্রোচ ছিল, আমরা কোনোভাবে সিরিজটি সুবিধাজনক সময়ে আয়োজন করতে পারি কি না। এটা নিয়ে আমাদের কথা হচ্ছে। তারা সিদ্ধান্ত নিয়েছে সিরিজটি স্থগিত করার, আমরা সেটাতে সম্মতি দিয়েছি।’

নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘শুধু ক্রিকেট নয়, আরও কিছু জিনিস থেমে গেছে। অনিশ্চয়তা চলে এসেছে। অনেক বড় বৈশ্বিক ইভেন্টগুলো স্থগিত হচ্ছে। একই সাথে সাম্প্রতিক যে ইভেন্টগুলো হওয়ার কথা সেগুলো নিয়েও অনিশ্চয়তা শুরু হয়েছে। একটা অনিশ্চয়তা তো আছেই। তারপরও মোস্ট ইফেক্টিভ ওয়ে-তে আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে খেলাগুলো চালিয়ে নেওয়ার একটা প্রয়াস থাকবে।’

দুই বোর্ডের এফটিপি দেখে ফ্রি সময়ে এ ম্যাচ আয়োজন করতে হবে, এছাড়া এ মুহূর্তে কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি।



শেয়ার করুন :


আরও পড়ুন

নানা সতর্কতায় শুরু হলো বঙ্গবন্ধু ডিপিএল

নানা সতর্কতায় শুরু হলো বঙ্গবন্ধু ডিপিএল

বঙ্গবন্ধুর নামে ডিপিএল

বঙ্গবন্ধুর নামে ডিপিএল

আবাহনীকে হ্যাটট্রিক শিরোপা দিতে চান মুশফিক

আবাহনীকে হ্যাটট্রিক শিরোপা দিতে চান মুশফিক

বঙ্গবন্ধু ডিপিএলে মুশফিকের সেঞ্চুরি

বঙ্গবন্ধু ডিপিএলে মুশফিকের সেঞ্চুরি