২৪ বলে প্রথম রান, নার্ভাস ছিলেন মুশফিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ১৫ মার্চ ২০২০
২৪ বলে প্রথম রান, নার্ভাস ছিলেন মুশফিক

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধনী দিনে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৮১ রানের হারিয়ে জয় তুলে নিয়ে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। দলটির নেতৃত্বে থাকা মুশফিকুর রহিম ব্যাট হাতে সেঞ্চুরি করেছেন। সেঞ্চুরি হাঁকালেও বেশ নার্ভাস ছিলেন মুশফিক, যে কারণে তার প্রথম রান পেতে সময় লেগেছে ২৪ বল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মুশফিক বলেন, আমি নিজেও হয়তো ভুলে গেছি। টেস্টেও হয়তো এটা হয়নি, প্রথম রান করতে এতো বল লেগেছে। সত্যি বলতে আজ একটু নার্ভাস ছিলাম। তবে আমার নিজের একটা বিশ্বাস ছিল, যদি টিকে থেকে সেট হতে পারি তাহলে এটাকে গ্রিপ করতে পারব। চেষ্টা ছিল আমার যেন, একটা জুটি গড়ে তুলতে পারি। আমার কাজটা সহজ করে দিয়েছে মোসাদ্দেক, পরবর্তীতে সাইফুদ্দিনও।

প্রথম ম্যাচেই সেঞ্চুরির বিষয়ে তিনি বলেন, গত বছর খেলিনি, দুই বছর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, বাংলাদেশে আবাহনী টপ টিম। সেঞ্চুরির বিষয়টি আসলে মাথায় ছিল না, তবে ভালো লাগছে।

দলের কঠিন পরিস্থিতিতে সেঞ্চরি হাঁকানোর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মুশফিক বলেন, সবসময় এ চাপগুলো আমি উপভোগ করি। এ জিনিসগুলো উপভোগ করলে খেলোয়াড় হিসেবে আরও দুই ধাপ এগিয়ে দেবে। আমি সবসময় এটা উপভোগ করি। শুধু আবাহনীর জন্যই না, যে পর্যায়েই খেলি ঘরোয়া বা আন্তর্জাতিক দলের জয়ে আমার অবদান যেন বেশি থাকে এটাই মাথায় থাকে। সত্যি বলতে আজ একটু নার্ভাস ছিলাম।

তিনি আরও বলেন, যেটা বললাম আবাহনী কিন্তু সবসময় চ্যাম্পিয়ন দলই করে। সামনে থেকে নেতৃত্ব দিতে চায়। আমি, মোসাদ্দেক আর সাইফুদ্দিন অসম্ভব ভালো ব্যটিং করেছি প্রথমার্ধে। উইকেট শুরুতে একটা কঠিন ছিল।



শেয়ার করুন :


আরও পড়ুন

মুশফিকের সেঞ্চুরি, আবাহনীর শুভ সূচনা

মুশফিকের সেঞ্চুরি, আবাহনীর শুভ সূচনা

বঙ্গবন্ধু ডিপিএলে মুশফিকের সেঞ্চুরি

বঙ্গবন্ধু ডিপিএলে মুশফিকের সেঞ্চুরি

ডিপিএলে করমর্দন-হাই ফাইভে নিষেধাজ্ঞা

ডিপিএলে করমর্দন-হাই ফাইভে নিষেধাজ্ঞা

মাশরাফির পথেই হাঁটতে চান তামিম

মাশরাফির পথেই হাঁটতে চান তামিম