মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক তাতে কারও সন্দেহ নেই। অধিনায়ক হিসেবে বিদায় নেওয়ার পর তার স্থলাভিষিক্ত হয়েছেন তামিম ইকবাল। অধিনায়কত্ব পাওয়ার পর তামিম ইকবাল জানিয়েছেন বিপদে পড়লে মাশরাফির কাছেই সবার আগে যেতে চান তিনি আর হাঁটতে চান তার পথেই।
শনিবার (১৪মার্চ) তামিম বলেন, 'মাশরাফি ভাই যেভাবে করেছেন সেটা আসলেই কঠিন। আমি আশা করি আমি সব ইতিবাচক বিষয়গুলো নিতে পারব। যদি কোনো সময় বিপদে পড়ি তাহলে সবার আগে আমি তাঁর সঙ্গে যোগাযোগ করব আর পরামর্শ নেবো।
একদিক থেকে আমি খুবই ভাগ্যবান। উনার সাথে যেহেতু আমার খুব ভালো সম্পর্ক। আমি উনার কাছ থেকে অনেক কিছু দেখেছি। একসাথে অনেক জায়গায় খেলা হয়েছে। তাই একটু হলেও উনি কী চিন্তা করেন সেটা আমি জানি। আমি চেষ্টা করব আমি যতটুকু নিতে পারি।'
মাশরাফি একটা জায়গায় অনন্য আর সেটা হলো টিম স্পিরিট ধরে রাখা। এছাড়াও খেলোয়াড়রা শৃঙ্খলাবোধ্য আছে কি না এসব ব্যাপারে সবসময় খোঁজ রাখতেন তিনি। নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও বলছেন হাঁটতে চান মাশরাফির পথে।
তিনি বলেন, 'এখন যারা তরুণ ক্রিকেটাররা আছে ক্রিকেটের প্রতি তাদের খুবই ইতিবাচক চিন্তা। তারা ভালো করতে চায়। আমি নিশ্চিত ওদের যেরকম উন্নতির দরকার আছে চিন্তায় আমারও তেমনি দরকার আছে। যত তাড়াতাড়ি আমরা এগুলো ভালো দিকে নিয়ে যেতে পারি ততোই আমাদের পারফরম্যান্সে দেখা যাবে।
আমরা দল হিসেবে কীভাবে খেলতে পারি। আমি অন্য কারও জন্য কীভাবে আরও অবদান রাখতে পারি যে আমার সাহায্য নিয়ে ও আরও ভালো খেলতে পারে। অথবা ওর সাহায্য নিয়ে আমি কীভাবে ভালো খেলতে পারি। এসব জিনিস নিয়ে আমি কাজ করতে চাই। এটাই শুরু। এটা আমরা এক ধাপ এক ধাপ করে ভালো করতে চাই।'