ডিপিএলে করমর্দন-হাই ফাইভে নিষেধাজ্ঞা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৮ পিএম, ১৪ মার্চ ২০২০
ডিপিএলে করমর্দন-হাই ফাইভে নিষেধাজ্ঞা

ফাইল ছবি

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রভাব ক্রীড়া জগতে জড়িয়ে পড়েছে বেশ আগেই। এরই মাঝে স্থগিত হয়েছে বেশ কিছু সিরিজ, ম্যাচ ও টুর্নামেন্ট। রোববার (১৫ মার্চ) থেকে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু ডিপিএল। তবে এবারের লিগে বাড়তি সতর্কতা অবলম্বন করা হবে বলে জানিয়েছেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী।

করোনাভাইরাস সবদিকেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাসের কারণে ইতোমধ্যে বিভিন্ন টুর্নামেন্ট ও সিরিজ বাতিল হয়ে গেছে। আর করোনাভাইরাসের কারণে মাঠে দর্শক সমাগমকে নিরুৎসাহিত করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে শের-ই-বাংলা স্টেডিয়ামের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী জানান, করোনাভাইরাসের কারণে এবারের লিগেও বাড়তি সতর্কতা অবলম্বন করা হবে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বেশ কয়েকটি রীতিতে নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানান বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী। যার মাঝে রয়েছে খেলোয়াড়দের করমর্দন, হাই ফাইভ, বলে থুথু লাগানোসহ স্পর্শজনিত কাজগুলো । তবে করোনাভাইরাসের আতঙ্কের মাঝেও টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

তিনি বলেন, ‘করোনা ভাইরাস মহামারি আকারে ধারণ করেছে এবং বৈশ্বিক টুর্নামেন্টগুলো একে একে স্থগিত হয়ে যাচ্ছে। কতদিন স্থগিত থাকবে তা আমরা বুঝতেও পারছি না। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বাংলাদেশের প্রধান ক্রিকেট লিগ। এখানে দর্শক খুব একটা হয় না। সম্প্রতি বিসিবির পক্ষ থেকেও মাঠে দর্শক সমাগমকে নিরুৎসাহিত করা হয়েছে। সেদিক থেকে চমৎকার সময়ে আমরা টুর্নামেন্টটা করছি। তাতে ক্রিকেটাররা চর্চার মধ্যে থাকল এবং তারা ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেদেরকে তৈরি করতে পারবে।’



শেয়ার করুন :


আরও পড়ুন

বঙ্গবন্ধুর নামে ডিপিএল

বঙ্গবন্ধুর নামে ডিপিএল

মাঝ পথেই থামতে হলো নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়াকে

মাঝ পথেই থামতে হলো নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়াকে

ফাঁকা গ্যালারিতে বল কুড়িয়ে কোয়ারেন্টাইনে ফার্গুসন

ফাঁকা গ্যালারিতে বল কুড়িয়ে কোয়ারেন্টাইনে ফার্গুসন

আইসিসির বোর্ড সভা হবে, তবে ভিন্নভাবে

আইসিসির বোর্ড সভা হবে, তবে ভিন্নভাবে