দর্শকশূন্য গ্যালারিতে মূর্তিটি কার?

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ১৩ মার্চ ২০২০
দর্শকশূন্য গ্যালারিতে মূর্তিটি কার?

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ক্রীড়াঙ্গনে বিশ্বের সব ইভেন্টের ম্যাচেই দর্শক শূন্য স্টেডিয়ামে খেলা হচ্ছে। একই অবস্থা ছিল শুক্রবারের (১৩ মার্চ) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) দর্শকশূন্য স্টেডিয়ামে হয়ে গেল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। তবে এসসিজিতে গ্যালারিতে একজনের খেলা দেখার সৌভাগ্য হয়েছে।

তিনি হলেন- স্টেফেন হ্যারল্ড গাস্কোইগ্নে। তবে তিনি সশরীরে বসে খেলা দেখেননি। ভিক্টর ট্রাম্পার স্ট্যান্ডের বসিয়ে রাখা হয়েছিল অস্ট্রেলিয়ার এ ঐতিহাসিক দর্শকের মূর্তি।

গাস্কোইগ্নে ‘ইয়াবা’ নামেই বেশি পরিচিত। জীবদ্দশায় তিনি ছিলেন অস্ট্রেলিয়ার সবধরনের খেলাধুলার একনিষ্ঠ ভক্ত। ১৯২০ ও ১৯৩০ শতাব্দিতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের হিল এরিয়াতে বসে সব ম্যাচ দেখতেন তিনি।

ইয়াবা পুরো গ্যালারি মাতিয়ে বেড়াতেন। তাই খেলোয়াড়, দর্শক সকলের কাছেই বেশ চেনা মুখ ছিলেন তিনি।দর্শক হিসেবে ইয়াবা যে কতটা জনপ্রিয় ছিলেন- তা আজ প্রমাণ মিললো।

তার স্মৃতি ফিরিয়ে আনতে ভিক্টর ট্রাম্পার স্ট্যান্ডে রাখা হয় তার মূর্তি। যেখানে বসে খেলা দেখতেন, সেখানেই বসানো হয় তার মূর্তি।

১৮৭৮ সালে ১৯ মার্চ জন্মগ্রহণ করেন ইয়াবা। ১৯৪২ সালের ৮ জানুয়ারি মৃত্যুবরণ করেন তিনি।



শেয়ার করুন :


আরও পড়ুন

দর্শকশূন্য মাঠে নিউজিল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া

দর্শকশূন্য মাঠে নিউজিল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া

দর্শকশূন্য স্টেডিয়ামে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ

দর্শকশূন্য স্টেডিয়ামে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ

পিছিয়ে গেল আইপিএল

পিছিয়ে গেল আইপিএল

শ্রীলঙ্কা সিরিজ স্থগিত করে দেশে ফিরছে ইংল্যান্ড

শ্রীলঙ্কা সিরিজ স্থগিত করে দেশে ফিরছে ইংল্যান্ড