দর্শকশূন্য স্টেডিয়ামে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৯ পিএম, ১৩ মার্চ ২০২০
দর্শকশূন্য স্টেডিয়ামে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ

নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে থাকবে না কোন দর্শক। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে পুরো সিরিজের স্টেডিয়াম দর্শকশূন্য রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ার মেয়েদের দক্ষিণ আফ্রিকা সফরও স্থগিত করা হয়েছে।

শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়া এ ঘোষণা দিয়েছে। তারা জানায়, যে সকল দর্শক টিকেট কিনেছেন তাদের পুরো অর্থ ফেরত দেওয়া হবে।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। একই মাঠে রোববার (১৫ মার্চ) দ্বিতীয় এবং হোবার্টে শুক্রবার (২০ মার্চ) সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

দর্শকশূন্য থাকলেও অনুমোদিত মিডিয়া ও সম্প্রচারকর্মীরা ভেন্যুগুলোতে ঢুকতে পারবেন। তবে ক্রিকেটার ও টিম স্টাফদের সঙ্গে তাদের নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলতে হবে।
sportsmail24
এদিকে ২২ মার্চ (রোববার) থেকে ৪ এপ্রিল পর্যন্ত তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে চলতি সপ্তাহেই অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকা মেয়েদের। তবে করোনাভাইরাসে সেটি স্থগিত করা হয়েছে

আন্তর্জাতিক ক্রিকেটে এটিই সবচেয়ে বড় সিরিজ, যা করোনাভাইরাসের কারণে স্থগিত হলো। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অস্ট্রেলিয়ার মেয়েদের ছয় ম্যাচের দক্ষিণ আফ্রিকা সফর স্থগিতই থাকবে।



শেয়ার করুন :


আরও পড়ুন

হানড্রেড ক্রিকেটে বেথ মুনি

হানড্রেড ক্রিকেটে বেথ মুনি

করোনায় আক্রান্ত নারী বিশ্বকাপ ফাইনালের দর্শক

করোনায় আক্রান্ত নারী বিশ্বকাপ ফাইনালের দর্শক

২০২১ নারী বিশ্বকাপের সময়সূচি প্রকাশ

২০২১ নারী বিশ্বকাপের সময়সূচি প্রকাশ

ভারত বধে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকে টপকালো নিউজিল্যান্ড

ভারত বধে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকে টপকালো নিউজিল্যান্ড