কোয়ারেন্টাইনে অজি পেসার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫১ পিএম, ১৩ মার্চ ২০২০
কোয়ারেন্টাইনে অজি পেসার

ফাইল ছবি

করোনাভাইরাস ক্রমান্বয়ে বেড়েই চলেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। মহাবিশ্বে বর্তমানে এক আতঙ্কের নাম করোনাভাইরাস। ফুটবলারদের পর করোনার প্রাদুর্ভাব ক্রিকেট অঙ্গনে। করোনা আতঙ্কে কোয়ারেন্টাইনে এবার অজি পেসার কেন রিচার্ডসন।

দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে আসার পর থেকেই অসুস্থতা অনুভব করছেন অজি পেসার কেন রিচার্ডসন। পরে তাকে করোনাভাইরাস আতঙ্কে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, সরকারের প্রোটোকল মেনে রিচার্ডসনকে স্কোয়াডের বাকি সদস্যদের থেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে তাদের মেডিকেল স্টাফ। শিগগির দলের সঙ্গে যোগ দেবেন ২৯ বছর বয়সী পেসার।

করোনাভাইরাসের কারণে পিছিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু টুর্নামেন্ট। এছাড়া বাতিল হয়েছে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচও। ক্রীড়া্গেনে করোনায় আক্রান্ত হয়েছে এমন খবর মিলেছে ইতালিয়ান ফুটবলে। জুভেন্টাস দলের ইতালিয়ান ডিফেন্ডার ড্যানিয়েল রুগানি আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে।

একদিন আগেই ক্লাবের পক্ষ থেকে রুগানির করোনাতে আক্রান্ত হওয়ার খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছিল। যেহেতু রুগানির শেষ ম্যাচ ছিল ইন্টার মিলানের বিপক্ষে তাই জুভেন্টাস ও ইন্টার-উভয় দলকেই রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে। কোয়ারেন্টাইনে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো আর পাওলো দিবালাসহ একাধিক তারকাকে কোয়ারেন্টাইনে রেখেছেন ক্লাব।

এছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন আর্সেনালের হেড কোচ মাইকেল আর্তেতা। যিনি কি না করোনায় আক্রান্ত প্রথম কোচ।



শেয়ার করুন :