এক বছর আগের ঘটনাকে মনে করিয়ে দিল ধর্মশালা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৯ পিএম, ১২ মার্চ ২০২০
এক বছর আগের ঘটনাকে মনে করিয়ে দিল ধর্মশালা

বৃষ্টির কারণে মাঠেই গড়াতে পারেনি ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে ম্যাচ। বৃষ্টির কাছে হার মেনে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। যেখানে গত বছর ঠিক একই ভেন্যুতে দু’দেশের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটিও পরিত্যক্ত হয়েছিল।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু ছিল হিমাচল প্রদেশের ধর্মশালা স্টেডিয়ামে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে দুপুরের আগে থেকেই শুরু হয় বৃষ্টি।

বৃষ্টি থামলেও শেষ পর্যন্ত টস ছাড়াই বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫০ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ পরিচালনাকারীরা। ফলে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি অমিমাংসিতভাবেই শেষ হলো।

গত বছরও এই ভেন্যুতে ভারত-দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। রোববার (১৫ মার্চ) লাখনৌতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।



শেয়ার করুন :


আরও পড়ুন

বাদ পড়া সৌম্য পেলেন ‘এ প্লাস’

বাদ পড়া সৌম্য পেলেন ‘এ প্লাস’

টেস্ট সিরিজ খেলতে জুনে ঢাকা আসছে অস্ট্রেলিয়া

টেস্ট সিরিজ খেলতে জুনে ঢাকা আসছে অস্ট্রেলিয়া

মুজিব বর্ষের ক্রিকেট উৎসব স্থগিত

মুজিব বর্ষের ক্রিকেট উৎসব স্থগিত

ডিপিএলে নতুন সূচি, শুরুর ভেন্যু ঢাকা

ডিপিএলে নতুন সূচি, শুরুর ভেন্যু ঢাকা