বলে লালা লাগানো নিয়ে দ্বিধায় ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২২ এএম, ১২ মার্চ ২০২০
বলে লালা লাগানো নিয়ে দ্বিধায় ভারত

করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে লালা ব্যবহার করে ক্রিকেট বলের উজ্জ্বল্য বাড়ানোর কৌশল বাতিল করতে পারে ভারত। দলের পেসার ভুবনেশ্বর কুমার এমন তথ্য জানিয়েছেন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটি যথা সময়ে আয়োজনের উদ্যোগ নিয়েছে ভারত। ইতোমধ্যে দেশটিতে চারদিনের মধ্যে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বেড়েছে।

ধর্মশালায় সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামার আগেই টিম মিটিংয়ে এ সিদ্ধান্ত আসতে পারে। ভুবনেশ্বর বলেছেন, ‘এ মুহূর্তে আমি বলছি না যে আমরা লালা ব্যবহার করব না। কারণ, আমরা যদি লালা ব্যবহার না করি তাহলে বলের উজ্জ্বল্য বাড়াব কিভাবে? তাতে ব্যাটসম্যানরা আমাদের বলে চড়াও হয়ে খেলবে এবং আপনারা বলবেন আমরা ভালো বল করতে পারি না।’

তবে বোলাররা ডাক্তারদের উপদেশ মেনে চলবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদেরকে যে সিদ্ধান্তটিই দেওয়া হোক না কেন, আমরা তা মেনে চলব।’



শেয়ার করুন :


আরও পড়ুন

মুজিব বর্ষের ক্রিকেট উৎসব স্থগিত

মুজিব বর্ষের ক্রিকেট উৎসব স্থগিত

বাংলাদেশের ট্রেবল জয়

বাংলাদেশের ট্রেবল জয়

আইপিএল বন্ধের দাবিতে মামলা

আইপিএল বন্ধের দাবিতে মামলা

২০২১ নারী বিশ্বকাপের সময়সূচি প্রকাশ

২০২১ নারী বিশ্বকাপের সময়সূচি প্রকাশ