নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০২১ সালের নারী বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে আইসিসি। বিশ্বকাপের জন্য প্রকাশিত সময়সূচি অনুযায়ী ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি (শনিবার) স্বাগতিকদের ম্যাচ দিয়ে শুরু এ আসর।
আইসিসির এ বিশ্ব আসরে মোট ৮টি দেশ অংশ নেবে। যা নিউজিল্যান্ডের ছয়টি ভেন্যুতে ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
নারী বিশ্বকাপের নিউজিল্যান্ডের ছয়টি স্বাগতিক শহর হলো- অকল্যান্ড, হ্যামিল্টন, তৌরাঙ্গা, ওয়েলিংটন, ক্রাইস্টচার্চ এবং ডুনেডিন।
নিউজিল্যান্ড বিশ্বকাপের জন্য এখন পর্যন্ত চারটি দল নিশ্চিত হয়েছে। দেশ চারটি হলো- অস্ট্রেলিয়া, বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং স্বাগতিক নিউজিল্যান্ড।
এছাড়া বাকি চারটি দলকে বাছাইপর্বের ম্যাচ খেলে যোগ্যতা অর্জন করতে হবে। নারী চ্যাম্পিয়নশিপ শেষে এবং জুলাইয়ে শ্রীলঙ্কায় বাছাইপর্বের ইভেন্টে বাকি দলগুলো নিশ্চিত হবে।
রাউন্ড রবিন পদ্ধতিতে ৮টি দেশ প্রত্যেকের সাথে খেলবে। এরপর পয়েন্টের ভিত্তিতে চার দল সেমিফাইনালে খেলবে। সেখান থেকে দুই দল ৭ মার্চ (রোববার) ফাইনালে মুখোমুখি হবে।
নারী বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি:
৬ ফেব্রুয়ারি - নিউজিল্যান্ড - কোয়ালিফায়ার
৭ ফেব্রুয়ারি - অস্ট্রেলিয়া - ইংল্যান্ড
৭ ফেব্রুয়ারি - কোয়ালিফায়ার- কোয়ালিফায়ার
৮ ফেব্রুয়ারি - কোয়ালিফায়ার- দক্ষিণ আফ্রিকা
৯ ফেব্রুয়ারি - নিউজিল্যান্ড - কোয়ালিফায়ার
১০ ফেব্রুয়ারি -ইংল্যান্ড - কোয়ালিফায়ার
১০ ফেব্রুয়ারি -অস্ট্রেলিয়া - কোয়ালিফায়ার
১১ ফেব্রুয়ারি -দক্ষিণ আফ্রিকা- কোয়ালিফায়ার
১৩ ফেব্রুয়ারি - নিউজিল্যান্ড - অস্ট্রেলিয়া
১৩ ফেব্রুয়ারি - ইংল্যান্ড - কোয়ালিফায়ার
১৪ ফেব্রুয়ারি -দক্ষিণ আফ্রিকা- কোয়ালিফায়ার
১৪ ফেব্রুয়ারি -কোয়ালিফায়ার- কোয়ালিফায়ার
১৬ ফেব্রুয়ারি -অস্ট্রেলিয়া - কোয়ালিফায়ার
১৭ ফেব্রুয়ারি - নিউজিল্যান্ড - কোয়ালিফায়ার
১৭ ফেব্রুয়ারি - দক্ষিণ আফ্রিকা- ইংল্যান্ড
১৮ ফেব্রুয়ারি -কোয়ালিফায়ার- কোয়ালিফায়ার
২০ ফেব্রুয়ারি - নিউজিল্যান্ড - দক্ষিণ আফ্রিকা
২০ ফেব্রুয়ারি -কোয়ালিফায়ার- কোয়ালিফায়ার
২১ ফেব্রুয়ারি - ইংল্যান্ড - কোয়ালিফায়ার
২১ ফেব্রুয়ারি -অস্ট্রেলিয়া - কোয়ালিফায়ার
২৩ ফেব্রুয়ারি - দক্ষিণ আফ্রিকা- কোয়ালিফায়ার
২৪ ফেব্রুয়ারি -অস্ট্রেলিয়া - কোয়ালিফায়ার
২৪ ফেব্রুয়ারি - ইংল্যান্ড - কোয়ালিফায়ার
২৫ ফেব্রুয়ারি - নিউজিল্যান্ড - কোয়ালিফায়ার
২৬ ফেব্রুয়ারি -অস্ট্রেলিয়া - দক্ষিণ আফ্রিকা
২৭ ফেব্রুয়ারি -কোয়ালিফায়ার- কোয়ালিফায়ার
২৮ ফেব্রুয়ারি -কোয়ালিফায়ার- কোয়ালিফায়ার
২৮ ফেব্রুয়ারি - নিউজিল্যান্ড - ইংল্যান্ড
৩ মার্চ - ১ম সেমিফাইনাল
৪ মার্চ - ২য় সেমিফাইনাল
৭ মার্চ - ফাইনাল।