সাবেক দুই অধিনায়ক এবার এক সাথে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২১ পিএম, ১০ মার্চ ২০২০
সাবেক দুই অধিনায়ক এবার এক সাথে

ফাইল ছবি

এক সময় বাংলাদেশ জাতীয় দলের প্রাণ ভোমরা ছিলেন মোহাম্মদ আশরাফুল-মাশরাফি বিন মর্তুজা। এই দুজন সর্বশেষ ২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে এক সাথে মাঠে নেমেছিলেন আশরাফুল-মাশরাফি। দীর্ঘ সাত বছর পর আবারও একসাথে এক দলের হয়ে খেলতে নামবেন আশরাফুল-মাশরাফি।

মাশরাফি-আশরাফুলের বন্ধুত্বটা দীর্ঘদিনের। দীর্ঘদিন জাতীয় দলের জার্সিতে একসাথে খেলেছেন তারা দুজন। শুধু জাতীয় দলেই নয় কয়েকবার একই দলের হয়ে খেলেছেন ঘরোয়া লিগে। বিপিএলের দ্বিতীয় আসরে ফিক্সিংয়ে জড়িয়ে পাঁচ বছর নিষিদ্ধ হয়েছিলেন আশরাফুল। নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও মাশরাফির সঙ্গে তান আর একই দলের হয়ে খেরার সুযোগ হয়নি।

তবে দীর্ঘ সাত বছর পর আবারও একসাথে এক দলের হয়ে খেলতে নামবেন আশরাফুল-মাশরাফি। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আশরাফুল এবং মাশরাফি খেলবেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির কর্মকর্তা ডক্টর আনোয়ারুল ইসলাম।

আশরাফুল-মাশরাফি দুজনেই ক্যারিয়ারের শেষদিকে রয়েছেন। ২০১৩ সালের পর কোন ফরম্যাটেই জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা যায়নিেআশরাফুলকে। আর এদিকে ২০০৯ সালের পর টেস্ট খেলেননি মাশরাফি, ২০১৮ সালে নিয়েছেন টি-টোয়েন্টি থেকে অবসর আর সদ্যই অধিনায়কত্ব ছেড়েছেন ওয়ানডে ফরম্যাটে।

আশরাফুল-মাশরাফি ছাড়াও নুরুল হাসান সোহান, ইমরুল কায়েস, তানবীর হায়দার, এবাদত হোসেন এবং জিয়াউর রহমান খেলবেন ক্লাবটির হয়ে।



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএল নিয়েও শঙ্কা

আইপিএল নিয়েও শঙ্কা

বিয়ের পরের ম্যাচেই সৌম্যর ক্যারিয়ার সেরা ইনিংস

বিয়ের পরের ম্যাচেই সৌম্যর ক্যারিয়ার সেরা ইনিংস

স্বপ্ন তাড়া করো, কখনো হাল ছেড় না : মাশরাফি

স্বপ্ন তাড়া করো, কখনো হাল ছেড় না : মাশরাফি

এশিয়া ও বিশ্ব একাদশের ম্যাচ নিয়ে শঙ্কা

এশিয়া ও বিশ্ব একাদশের ম্যাচ নিয়ে শঙ্কা