মাশরাফি অসম্ভব জেদি, পিছু হটার লোক না : পাপন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৫ এএম, ০৯ মার্চ ২০২০
মাশরাফি অসম্ভব জেদি, পিছু হটার লোক না : পাপন

বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা দেশের জার্সি গায়ে অধিনায়কত্ব থেকে অবসর নিয়েছেন। নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেও খেলা চালিয়ে যাবেন তিনি। তবে তার ফর্ম নিয়ে শঙ্কা রয়েছে।

মাশরাফির দলে ফেরা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান মনে করেন, মাশরাফি যদি দলে ফেরে তাহলে তিনি অবাক হবেন না। কারণ, মাশরাফি খুব জেদি, সে চাইলে সম্ভব।

রোববার (৮ মার্চ) বিসিবিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। একই সংবাদ সম্মেলনে এর আগে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে তামিম ইকবালের নাম ঘোষণা করেন বিসিবি সভাপতি।

সংবাদ সম্মেলনে মাশরাফি অধিনায়ক থেকে বিদায় নিলেও একজন বোলার হিসেবে তার দলে ফেরার সম্ভাবনা কতটুকু- জানতে চাইলে পাপন বলেন, ‘এটা বলা আমাদের জন্য কঠিন। মাশরাফিকে এসবের মধ্যে আর টানাই উচিৎ বলে আমি মনে করি। কারণ, ২০১৪ সালে ওকে যখন অধিনায়ক করা হয়, তখন একটা বিশেষ কারণেই করা হয়।’

তিনি বলেন, ‘সে খেলায় ছিল না। সেক্ষেত্রে তাকে বাইরে থেকে এনে নেতৃত্ব দেওয়া হয়েছিল। একটা স্পেসিফিক কারণ ছিল, তার উপর একটা আস্থা ছিল, বিশ্বাস ছিল। সেই আস্থা-বিশ্বাস থেকেই তাকে বানানো হয়েছিল। এবং সে এক্সিলেন্ট, ওকে (মাশরাফি) ছাড়া যতটুকু সাফল্যই এসেছে এটা সম্ভব ছিল না।’

বিসিবি সভাপতি বলেন, ‘তবে খেলোয়াড় হিসেবে প্রত্যেক খোলায়াড়ের একট সময় থাকে, কারণ ফর্ম থাকে না, বয়স একটা ফ্যাক্টর, অবসরের ফ্যাক্টর। এখন ও (মাশরাফি) খেলাতে থাকতে চায় দ্যাটস ফাইন, ওয়েলকাম। তবে অবশ্যই অন্যান্য খেলোয়াড়দের মতো তাকে একটু প্রতিযোগিতা করেই আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় না ও (মাশরাফি) এখন নিজেও মনে করে না যে, ও ফুললি ফিট। বাট আমি শিওর, ও কিন্তু অসম্ভব জেদি, এবং সে কিন্তু পেছনে হটার লোক না। সো, ও যদি মনে করে আমি খেলব জাতীয় দলে, তাহলে আমি অবাক হব না। দেখবেন কিছুদিন পরেই ও বেস্ট বোলার হিসেবে ডুকে পড়ছে। আমি আশ্চর্য হব না।’

মাশরাফি বিন মর্তুজা মোট ৮৮ ম্যাচে বাংলাদেশ ওয়ানেডে ম্যাচের নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে সর্বশেষ জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে অধিনায়ক হিসেবে ৫০তম ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আরও কারো নেই।



শেয়ার করুন :


আরও পড়ুন

অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি

অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি

কেন্দ্রীয় চুক্তিতে নতুন পাঁচজন, বাদ মাশরাফি

কেন্দ্রীয় চুক্তিতে নতুন পাঁচজন, বাদ মাশরাফি

টাইগারদের নতুন অধিনায়ক তামিম ইকবাল

টাইগারদের নতুন অধিনায়ক তামিম ইকবাল

শেষ বেলায় ভুলে যেও অভিমান : মাশরাফি

শেষ বেলায় ভুলে যেও অভিমান : মাশরাফি