বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক তামিম ইকবাল। মাশরাফির বিন মর্তুজার অধিনায়ক থেকে বিদায়ের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তামিম ইকবালকে ওয়ানযে দলনেতা হিসেবে নির্বাচন করলো।
রোববার (৮ মার্চ) রাতে বিসিবিতে এক সংবাদ সম্মেলনে বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এ ঘোষণা দেন। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পাপন বলেন, আপনারা জানেন মাশরাফি বিন মর্তুজা অধিনায়ক থেকে বিদায় নিয়েছেন। এখন আমরা আজ বোর্ড মিটিয়ে সর্ব সম্মতিক্রকে সিদ্ধান্ত নিয়েছি, তামিম ইকবাল আমাদের ক্যাপ্টেন।
সিরিজ বাই সিরিজ ক্যাপ্টেন নির্বাচন করা হয়েছে না কি দীর্ঘ মেয়াদের জন্য -এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, একটা চিন্তা ছিল যে আমরা সর্ট টাইমের জন্য নির্বাচন করবো, সামনে বছর গিয়ে আবার বদলাবো, এখন এটা না। সাধারণত বোর্ড যেভাবে ডিসিশন নেয় আমরা সেভাবেই নিয়েছি যে, আমাদের ওডিআই ক্যাপ্টেন তামিম ইকবাল। এখানে কোন টাইম বেঁধে দেওয়া নেই। এটা ওপেন।
তিনি আরও বলেন, সবাই অধিনায়কত্ব নিতেও আগ্রহ না। বোর্ড সবার কথাই চিন্তা করে দেখেছে যে, তামিম ইকবাল ইজ ওকে।
বিশ্বকাপের পর শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিয়মিত অধিনায়ক মাশরাফি চোটের কারণে ছিটকে গেলে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করেন তামিম। তিন ম্যাচ সিরেজে অবশ্য লড়াইবিহীনভাবে হেরে গেছে বাংলাদেশ। নিজের অধিনায়কত্বের ম্যাচে তামিমও রান পাননি।
ওয়ানডে ছাড়া টেস্ট ক্রিকেটেও অধিনায়কত্ব করেছেন তামিম ইকবাল। ২০১৬-১৭ তে নিউজিল্যান্ড সফরে নিয়মিত টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম চোটে পড়লে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে এক টেস্টে দায়িত্ব পালন করেন তামিম।
এদিকে তামিম ইকবালকে ওয়ানডে ক্রিকেটের দলনেতা হিসেবে নির্বাচন করা হলেও তার ডেপুটি হিসেবে কাকে রাখা হচ্ছে সে বিষয়ে কারো নাম নিশ্চিত করেননি বিসিবি প্রধান। জানান, এ বিষয়ে বোর্ড পরে নিদ্ধান্ত নেবে।
২০১৪ সালের মে মাস থেকে বাংলাদেশ ওয়ানডে দলের দায়িত্বে ছিলেন মাশরাফি। বাংলাদেশে সবচেয়ে বেশি ৫০টি ওয়ানডে জিতিয়ে সম্প্রতি আন্তর্জাতিক ম্যাচের অধিনায়কত্ব থেকে ইতি টানেন টাইগারদের এ সফল অথিনায়ক।