নতুন ক্যাপ্টেনের জন্য চ্যালেঞ্জ দেখছেন মাহমুদউল্লাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৩ পিএম, ০৮ মার্চ ২০২০
নতুন ক্যাপ্টেনের জন্য চ্যালেঞ্জ দেখছেন মাহমুদউল্লাহ

ছবি : স্পোর্টসমেইল২৪

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার জায়গায় যেই আসুন না কেন তার জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি বলেন, ‘যেই ক্যাপ্টেন হোক না কেন তার জন্য এটা একটা চ্যালেঞ্জ হবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আগে রোববার (৮ মার্চ) বিসিবিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মাশরাফি জায়গা নতুন নেতা নির্বাচনে বিসিবি আজ (রোববার) বৈঠক করবে। সংবাদ সম্মেলনে মাশরাফির পরবর্তে নতুন অধিনায়কের জন্য চ্যালেঞ্জ হবে কি না এ বিষয়ে জানতে চাওয়া হয়।

মাহমুদউল্লাহ বলেন, ‘অবশ্যই, মাশরাফি ভাই টিমকে যেখানে হ্যান্ডেল করেছেন, যেভাবে এগিয়ে নিয়ে গেছেন সেখানে দ্যাট উইল বি চ্যালেঞ্জ টু গো ফল অন, তারপরও একটা কথা বলতে চাই যেই ক্যাপ্টেন হোক না কেন তার জন্য এটা একটা চ্যালেঞ্জ হবে।’

তবে এও বলেন, আমাদের সামনের দিকে এগিয়ে যেডতে হবে, এর কোন বিকল্প নেই। সো, চ্যালেঞ্চ হ্যাব টু এক্সেপ্টেট। এবং ওই অনুযায়ী কাজ করাটাই ইমপোর্টেন্ট।

মাহমুদউল্লাহ আরও বলেন, মাশরাফি ভাই ভালো একটা উদাহরণ রেখে গেছেন, বিন এ ক্যাপ্টেন হিসেবে। ওনার যে প্রায়োরিটিগুলো... সেগুলো নিয়ে ওখান থেকে এগিয়ে যেতে হবে।

ওয়ানডে ক্রিকেটে তাকেও অধিনাক করা হতে পারে- এ বিষয়ে জানতে চাইলে মুচকি হাসিতে বলেন, আগে হোক, বলবো।

মাশরাফির সবচেয়ে কী ভালো গুণ ছিল যা নিজের মধ্যে বা নতুন অধিনায়কের মধ্যে দেখতে চান- এ বিষয়ে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, মাশরাফি ভাইয়ের সবচেয়ে ভালো কোয়ালিটি ছিল যেটা ওনার মধ্যে একটা ক্যারিশমাটিক পাওয়ার ছিল। কারণ, যখনই আমরা একটু নার্ভাস থাকতাম বা চিন্তা করতাম, উনি আমাদের ঠান্ডা করে বোঝাতেন।

তিনি বলেন, তিনি চিন্তা করতেন যে কিভাবে আগানো যায় বা কোন জিনিসটা করলে নির্দিষ্টভাবে দলের জন্য ভালো হবে। তো এদিক থেকে খুব ভালো গুণ ছিল মাশরাফি ভাইয়ের। আমি আশা করি, আমিও চেষ্টা করব। আমি আমার চিন্তাধারা দিয়ে দলকে কিভাবে সাহায্য করা যায়, দলকে এগিয়ে নেওয়া যায়।



শেয়ার করুন :


আরও পড়ুন

কে হচ্ছেন টাইগারদের নতুন ওয়ানডে অধিনায়ক

কে হচ্ছেন টাইগারদের নতুন ওয়ানডে অধিনায়ক

শেষ বেলায় ভুলে যেও অভিমান : মাশরাফি

শেষ বেলায় ভুলে যেও অভিমান : মাশরাফি

মাশরাফি একজন হিরো: রাজা

মাশরাফি একজন হিরো: রাজা

অধিনায়কত্ব ছেড়ে মিশ্র অনুভুতিতে মাশরাফি

অধিনায়কত্ব ছেড়ে মিশ্র অনুভুতিতে মাশরাফি