মাশরাফি একজন হিরো: রাজা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৫ পিএম, ০৮ মার্চ ২০২০
মাশরাফি একজন হিরো: রাজা

ফাইল ছবি

মাশরাফি বিন মর্তুজা নামটা বাংলাদেশের ক্রিকেটের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মাশরাফির অধিনায়কত্বে বদলে গেছে বাংলাদেশের রঙিন পোষাকের ক্রিকেট। অধিনায়ক মাশরাফির বিদায় সতীর্থদের পাশাপাশি আবেগপ্লুত করেছে বিদেশি ক্রিকেটারদেরও।

বৃহস্পতিবার (৫ মার্চ) এক সংবাদ সম্মেলনে নিজের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন মাশরাফি। আর শুক্রবার খেলেছেন অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ। অধিনায়ক মাশরাফির বিদায়ের দিনে মাশরাফিকে সংবর্ধনা দিতে চেষ্টার কমতি ছিল না ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের।

শুক্রবার (৬ মার্চ) জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে সবকিছু ছাপিয়ে কেন্দ্রবিন্দতে ছিল অধিনায়ক মাশরাফির বিদায়।মাশরাফির বিদায়ের সাক্ষী ছিলেন জিম্বায়ের ক্রিকেটাররাও। বিদায়ী অধিনায়ক মাশরাফিকে নিয়ে নায়ক আখ্যা দিয়ে এক টুইটবার্তা দিয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা।

টুইটবার্তায় রাজা বলেন, মাশরাফি এই দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আগে থেধকেই জানতাম। তবে এবার চাক্ষুসে সাক্ষী হলাম।

মাশরাফির প্রতি ক্রিকেট অঙ্গনের ভালোবাসা দেখেও মুগ্ধ রাজা বলেন, মাশিরাফি অনেক ভালোবাসা আর সম্মান পেল । সত্যি এমনটাই হওয়ার কথা ছিল। আমি একজন নায়কের বিদায় দেখলাম। মাশরাফি ভাইয়ের সামনের দিনগুলোর জন্য শুভকামনা জানাই আমরা।



শেয়ার করুন :


আরও পড়ুন

টাইগাদের নতুন নেতা নির্বাচনে বৈঠকে বসছে বিসিবি

টাইগাদের নতুন নেতা নির্বাচনে বৈঠকে বসছে বিসিবি

শেষ বেলায় ভুলে যেও অভিমান : মাশরাফি

শেষ বেলায় ভুলে যেও অভিমান : মাশরাফি

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা

সফরের আগে ভারত পর্যবেক্ষণে দক্ষিণ আফ্রিকা

সফরের আগে ভারত পর্যবেক্ষণে দক্ষিণ আফ্রিকা