তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ১২৩ রানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিল টাইগাররা। এ নিয়ে চতুর্থবারের মত জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে ব্যাটে-বলে দাপট দেখিয়েছে টাইগার বোলার ও ব্যাটসম্যানরা। যেখানে বল হাতে সবার উপরে সাইফুদ্দিন ও ব্যাট হাতে লিটন দাস।
তিন ম্যাচের সিরিজে মাত্র দুই ম্যাচ খেলার সুযোগ হয়েছিল মোহাম্মদ সাইফুদ্দিনের। ১ম ম্যাচে ব্যাটে -বলে দুর্দান্ত খেলেছিলেন সাইফুদ্দিন। ১ম ম্যাচে ২২ রানে ৩ উইকেট নেয়ার পর ২য় ম্যাচে বিশ্রামে রাখা হয় তাকে। তৃতীয় ম্যাচে ফিরে জিম্বাবুয়েকে একাই ধসিয়ে দেন এই পেসার তুলে নেন ৪১ রানে ৪ উইকেট। ২ ম্যাচে তুলে নেন ৭ উইকেট।
আর এদিকে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন লিটন দাস ও তামিম ইকবাল। এই সিরিজে দুজনেই তুলে নেন দুটি করে সেঞ্চুরি। ২ সেঞ্চুরিতে লিটন করেন ৩১১ রান আর তামিম করেন ৩১০ রান।
সেরা পাঁচ রান সংগ্রাহক:
লিটন দাস - ৩১১ রান
তামিম ইকবাল - ৩১০ রান
সিকান্দার রাজা - ১৪৫ রান
উইসলে ম্যাডভিরে - ১২৯ রান
মোহাম্মদ মিঠুন - ৮২ রান
সেরা পাঁচ উইকেট সংগ্রাহক:
মোহাম্মদ সাইফুদ্দিন - ৭ উইকেট
তাইজুল ইসলাম - ৬ উইকেট
চার্ল মুম্বা - ৬ উইকেট
মাশরাফি মর্তুজা - ৪ উইকেট
মেহেদী মিরাজ - ৩ উইকেট