জয় দিয়েই শেষ হলো টাইগারদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল এক অধিনায়কের অধ্যায়। মাশরাফি বিন মর্তুজা তার অধিনায়কত্বের ৫০তম জয়ে দিয়ে ইতি টানলেন আন্তর্জাতিক ক্যারিয়ারের অধিনায়কত্ব। মাশরাফির শেষ নেতৃত্বের ম্যাচে সতীর্থরাও ব্যাটে-বলে দুর্দান্ত খেলে উপহার দিলেন জয়।
শুক্রবার (৬ মার্চ) জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ১২৩ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করে ৪৩ ওভারে (বৃষ্টির কারণে) ৩ উইকেট হারিয়ে ৩২২ রান সংগ্রহ করে বাংলাদেশ। তবে বৃষ্টি আইনে জিম্বাবুয়ের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৪৩ ওভারে ৩৪২ রান।
জবাবে ব্যাট করতে নেমে ৩৭ ওভার ৩ বলে ২১৮ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। ফলে সিরিজের শেষ ম্যাচে ১২৩ রানের জয় তুলে নেয় বাংলাদেশ। একই সঙ্গে এ হারে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সফররত জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো স্বাগতিক বাংলাদেশ।
ব্যাট করতে নেমে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও লিটন কুমার দাস। ৪০ ওভার ৫ বলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তামিম-লিটনের উদ্বোধনী জুটি বাংলাদেশ সংগ্রহ দাঁড়ায় ১৯২ রানের, যা দেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রানের জুটি।
এর আগে ৩৩ ওভার ২ বল খেলা শেষে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। দুই ঘণ্টা বন্ধ থাকার পর ফের খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৩ ওভারে।
বৃষ্টির পর ব্যাটিংয়ে আবারও ঝড় তোলেন লিটন দাস। বৃষ্টির আগে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেওয়া লিটন ছাড়িয়ে যান দেশ সেরা ওপেনার তামিম ইকবালকেও। নিজের রেকর্ড ভেঙে গড়া তামিমের ১৫৮ রানের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ভেঙে দেন লিটন দাস।
ইনিংস শেষ হওয়ার ১৩ বল আগে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন লিটন। সাজঘরে ফেরার আগে ১৪৩ বলে ১৬টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ১৭৬ রানের ইনিংস খেলেন এ টাইগার ওপেনার।
এছাড়া আগের ম্যাচে ১৩৬ বলে ১৫৮ রান করা তামিম খেলেন ১০৯ বলে ৭টি চার ও ৮টি ছক্কায় ১২৮ রানের ইনিংস। লিটন-তামিমের জোড়া সেঞ্চুরিতে ৪৩ ওভারে ৩ উইকেটে ৩২২ রানের পাহাড় গড়ে বাংলাদেশ।
জবাবে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ সাইফুদ্দিনের গতির শিকার হয়ে সময়ের ব্যবধানে উইকেট হারায় জিম্বাবুয়ে। তবে দলটির তারকা ব্যাটসম্যান সিকান্দার রাজার ৬১ আর ওয়েসলি মাধেভার ৪২ রানের ইনিংসে ভর করে ৩৭.৩ ওভারে শেষ পর্যন্ত ২১৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।
ফলে ১২৩ রানের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ৪৩ ওভারে ৩২২/৩ (লিটন ১৭৬, তামিম ১২৮*, আফিফ ৭, মাহমুদউল্লাহ ৩)
জিম্বাবুয়ে : ৩৭.৩ ওভারে ২১৮/১০ (সিকান্দার রাজা ৬১, মাধেভার ৪২; সাইফউদ্দিন ৪/৪১)।
ফল : বাংলাদেশ ১২৩ রানে জয়ী
ম্যাচ সেরা : লিটন কুমার দাস (বাংলাদেশ)।