টাইগারদের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ওয়ানডে ক্রিকেটে ১২তম সেঞ্চুরি করেছিলেন দুইদিন আগেই মঙ্গলবার (৩ মার্চ)। এবার তার পরেই ম্যাচে আবারও সেঞ্চুরি হাঁকালেন তামিম ইকবাল।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি করলেন টাইগারদের এ ড্যাশিং ওপেনার। ৯৮ বল মোকাবেলা করে ৫টি চার ও ৪টি ছয়ের মারে সেঞ্চুরি পূরণ করে তামিম ইকবাল।
এ সেঞ্চুরি হাঁকানোর ফলে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড় এবং দক্ষিণ আফ্রিকার সদ্য বিদায়ী অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে ছাড়িয়ে গেলেন তামিম।
ক্যারিয়ারের ২৩তম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তামিম ইকবাল। এর মধ্যে টেস্ট ক্রিকেটে ৯টি, ওয়ানডে ম্যাচে ১৩টি এবং টি-টোয়েন্টি ম্যাচে ১টি সেঞ্চুরি রয়েছে। যার ফলে ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় এবং দক্ষিণ আফ্রিকার সদ্য বিদায়ী অধিনায়ক ডু প্লেসিসকে ছাড়িয়ে গেলেন বাংলাদেশ সেরা ওপেনার তামিম ইকবাল।
ওয়ানডে ক্রিকেটে ৩১৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১২টি সেঞ্চুরি করেছেন রাহুল দ্রাবিড়। ১৪৩ ম্যাচ খেলে সমান ১২টি সেঞ্চুরি করেছেন ফাফ ডু প্লেসিস। আর সেখানে ২০৬তম ম্যাচে সেঞ্চুরি করে দ্রাবিড় ও ফাফ ডু প্লেসিসকে ছাড়িয়ে গেলেন তামিম।
এদিকে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ৪৫২ ম্যাচ খেলে সবচেয়ে বেশি ৪৯টি সেঞ্চুরি করেছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। এছাড়া বিশ্বের একমাত্র ব্যাটসম্যান তিনি, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি করেছেন।