১৫ ইনিংস পর ওয়ানডেতে উদ্বোধনী জুটিতে শতরানের দেখা পেল বাংলাদেশ ক্রিকেট দল। আজ সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে উদ্বোধনী জুটিতে শতক বা তার বেশি রানের জুটি গড়েন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস।
এর আগে ২০১৯ সালের ৭ মে উদ্বোধনী জুটিতে সর্বশেষ শতরানের দেখা পেয়েছিলো বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে উদ্বোধনী জুটিতে ১৪৪ রানের জুটি গড়েন তামিম-সৌম্য সরকার।
দুইজনে মিলে গড়া শত রানের জুটি টি তাদের দুজনের প্রথম শত রানের জুটি আর বাংলাদেশের ২১তম শত রানের জুটি। ওয়ানডেতে উদ্বোধনী জুটি বাংলাদেশের একশ বা তার বেশি রান হয়েছে মোট ১০বার। এরমধ্যে ৫ বারই জিম্বাবুয়ের বিপক্ষে।
বাংলাদেশকে উদ্বোধনী জুটিতে প্রথম শতরান বা তার বেশি রানের জুটি এনে দিয়েছিলেন আতাহার আলি খান ও মোহাম্মদ রফিক। ১৯৯৮ সালে ভারতের হায়দারাবাদে কেনিয়ার বিপক্ষে ১৩৭ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন আতাহার ও রফিক।