সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ দল। টানা চতুর্থবারের মতো জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার মিশনে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস দারুণভাবে শুরু করেছেন ধবলধোলাইয়ের মিশন।
অধিনায়কত্বের শেষ ম্যাচে টসে হারেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টসে হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। অধিনায়ক হিসেবে মাশরাফির বিদায়ী ম্যাচ বলেই হয়তো শুরু থেকেই জিম্বাবুয়ের বোলারদের উপর চড়াও হয়ে খেলেতে থাকে দুই ওপেনার।
ইতোমধ্যেই ক্যারিয়ারের চতুর্থ অর্ধ-শতক তুলে নিয়েছেন ওপেনার লিটন দাস। ৭ চারের সাহায্যে ৫৪ বলে অর্ধ-শতক তুলে নেন লিটন । আর তার সাথে ভালোভাবেই সঙ্গ দিচ্ছেন আরেক ওপেনার তামিম ইকবাল ।
দুইজনে মিলে গড়েছেন শত রানের জুটি যা কি না তাদের দুজনের প্রথম শত রানের জুটি আর বাংলাদেশের ২১তম শত রানের জুটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোন উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২০ ওভারে ১০৭ রান। ৬১ রানে অপরাজিত লিটন ও ৪৬ রানে অপরাজিত তামিম।