মুশফিকসহ একাদশে চার পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৯ পিএম, ০৬ মার্চ ২০২০
মুশফিকসহ একাদশে চার পরিবর্তন

অধিনায়াকত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর বৃহস্পতিবার অনুশীলনের মাশরাফি ও মুশফিক, ছবি : বিসিবি

সিরিজ নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচে মুশফিকুর রহিমকে খেলানো হবে না- তা এক রকম চূড়ান্তই ছিল। মাশারফির শেষ অধিনায়কত্বে ম্যাচে এবার সেটিই সত্য হলো। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে মুশফিকসহ আগের একাদশ থেকে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সফররত জিস্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। ফলে শেষ ম্যাচটি হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে এ ম্যাচটি অন্যরকম মাত্রায় চলে গেছে। কারণ, এ ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সি গায়ে শেষবারের মতো অধিনায়কত্ব করছেন মাশরাফি।

মাশরাফির অধিনায়কত্বের শেষ ম্যাচে খেলতে পারছেন না মুশফিকুর রহিম। মুশফিককে একাদশে না রাখার বিষয়ে টাইগারদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আগেই নিশ্চিত করেছেন। একই সঙ্গে না রাখার কারণও তিনি ব্যাখা করেছেন।

নান্নু জানিয়েছেন, সিরিজ নিশ্চিত হওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন পাকিস্তান সফরের খেলোয়াড়দের সুযোগ দেওয়া হবে। পাকিস্তান সফরে কাউকে অভিষেক না করিয়ে দেশের মাটিতেই তাদেরকে দেখে নিতে চান। কারণ, মুশফিকুর রহিম পাকিস্তান সফরে যাচ্ছেন না।

এদিকে মুশফিক ছাড়া একাদশে আরও তিনটি পরিবর্তন আনা হয়েছে। তারা হলেন- নাজমুল হোসেন শান্ত, শফিউল ইসলাম ও আল-আমিন হোসেন। তাদের পরিবর্তে একাদশে ঢুকেছেন মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফুদ্দিন ও মোস্তাফিজুর রহমান।

এ ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয়েছে নাঈম ও আফিফের। তবে দু’জনেরই আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। দেশের হয়ে নাঈম ৫টি ও আফিফ ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

বাংলাদেশ একাদশ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।



শেয়ার করুন :


আরও পড়ুন

অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি

অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি

ক্যারিয়ারের শেষ টসে হেরে গেলেন মাশরাফি

ক্যারিয়ারের শেষ টসে হেরে গেলেন মাশরাফি

অধিনায়কত্ব ছাড়ার পর মাশরাফিকে নিয়ে যা বললেন সতীর্থরা

অধিনায়কত্ব ছাড়ার পর মাশরাফিকে নিয়ে যা বললেন সতীর্থরা

হুমকি নয়, মুশফিকের সাথে আলোচনা হয়েছে : নান্নু

হুমকি নয়, মুশফিকের সাথে আলোচনা হয়েছে : নান্নু